• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'চাপেই আমাদের সেরাটা বের হয়ে আসে'

    'চাপেই আমাদের সেরাটা বের হয়ে আসে'    

    প্রথম দুই ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টির কারণে। আজ ইংল্যান্ডের বিপক্ষে পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। খাদের কিনারায় থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বলছেন, এরকম পরিস্থিতিই অজিদের সেরাটা বের করে আনবে।

    আজকের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য এক হিসেবে ‘নকআউট’ ম্যাচ।  আইসিসি টুর্নামেন্টে শেষ ১৩ টি নকআউট ম্যাচের ১১ টি তেই জয় পেয়েছে অজিরা। ইংল্যান্ডের বিপক্ষেও এরকম কিছু হবে বলেই আশা স্মিথের, “ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এরকম পরিস্থিতি আমাদের দলের সেরাটা বের করে এনেছে সবসময়। আশা করি এই ম্যাচেও এরকম কিছুই হবে। আমরা জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো।”

    মরগানদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না বলেই মানছেন স্মিথ, “গত কয়েক বছরে ইংল্যান্ড দল অনেক বেশি শক্তিশালী হয়েছে। তাদের দলে বেশ কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জয় পাওয়ার জন্য নিজেদের সেরাটাই দিতে হবে। যদিও ইংল্যান্ডের খেলার ধরন ও কৌশল আমাদের চেনা। প্রায় ১৮ মাস আগে দেখা হয়েছিল দুই দলের। আইপিএলে তাদের ক্রিকেটারদের সাথে এবং বিপক্ষে খেলেছি, এটা কাজে দেবে।”