অস্ট্রেলিয়ার ম্যাচই মরগানের 'অ্যাশেজ'
দুই দলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় সিরিজ ধরা হয় অ্যাশেজকে। ২০১০-১১ মৌসুমে ইংল্যান্ড দলে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা হয়নি। পরবর্তীতেও অ্যাশেজে খেলার সুযোগ হয়নি অইন মরগানের, টেস্ট দলেও আর সেভাবে থিতু হতে পারেননি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মরগান বলছেন, এই ম্যাচই তাঁর ‘অ্যাশেজ’!
সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে অস্ট্রেলিয়াকে হারানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবেন বলে জানান মরগান, “যদি আপনি অ্যাশেজ না খেলে থাকেন, তাহলে অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে মোক্ষম সুযোগ আর পাবেন না। আমি এরকম একটা অবস্থায় আছি, দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও একই হাল। এই ম্যাচটা আমার কাছে ‘অ্যাশেজ’ !”
হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বাদ। বাঁচা মরার লড়াইয়ে স্মিথদের হারানো যে কঠিন হবে না সেটা ভালোমতোই জানেন মরগান, “যদি ট্রফি জিততে হয় তাহলে টুর্নামেন্টের সেরা দলগুলোকে হারাতেই হবে। অস্ট্রেলিয়া সেরা দলের একটি। এরকম টুর্নামেন্টে তারা বরাবরই ভালো খেলে। এই ম্যাচে তাই নিজেদের সেরাটা দিতে হবে জয়ে জন্য।”