• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ডি ভিলিয়ার্স সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার'

    'ডি ভিলিয়ার্স সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার'    

    চ্যাম্পিয়নস ট্রফির প্রথমে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ রানে আউট হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন ডাকের’ স্বাদও পেতে হয়েছে। পাকিস্তানের কাছে হেরে দলও খাদের কিনারায় পৌঁছেছে। সবকিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এই ‘দুঃসময়ে’ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ডি ভিলিয়ার্স তাঁর দেখা সবচেয়ে ‘নিবেদিতপ্রাণ’ ক্রিকেটার।

    আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ হলেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু দলের সতীর্থ দুজন। কোহলি-ডি ভিলিয়ার্সের বন্ধুত্বটা গাঢ় হচ্ছে প্রতিনিয়তই। ‘বন্ধুর’ এই খারাপ সময়ে তাঁর পাশেই থাকছেন কোহলি, “আগের দুই ম্যাচে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না এটা সত্যি। কিন্তু অতীতের কথা ভুলে গিয়ে পরের ম্যাচেই সে নিজের ফর্মে ফিরতে পারে। এটা সে অনেকবার করেছে। সে আমার দেখা সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার। দলের জন্য সবসময়ই একটু বেশি করার চেষ্টা করে। আমি তাঁকে চিনি, তাঁর খেলার ধরনটাও বুঝি। এজন্যই বলছি এসব।”

    কোহলি বলছেন, দ্রুতই রানখরা কাটিয়ে উঠবেন এবি, “আমি তাঁর কষ্টটা বুঝি। আমি নিজেও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তাঁর সামর্থ্যের কথা মাথায় রেখেই সবাই একটুতেই হতাশ হয়ে যায়। সেরা ফর্মে থাকলে তাঁর বিপক্ষে বল করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়।”

    এদিকে কোহলির ব্যাপারেও ঠিক একইরকম ভাবেন ডি ভিলিয়ার্সও, “কোহলি অনেক উচু মানের ক্রিকেটার। তাঁকে আটকানো খুব কষ্টকর। আমরা শুরু থেকেই তাঁকে ফেরানোর চেষ্টা করব। এটা না করলে সে আমাদের জন্য বিপদের কারণ হবে। আমি কোহলির খেলার ভক্ত। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে মাঠে নামে সে। আমিও অনেকটা তাঁর মতোই! নিজের সেরাটা দিয়ে আমিও দলের জয়ে ভূমিকা রাখতে চাই।”