''বাজে ফিল্ডিংই শ্রীলংকাকে ডুবিয়েছে'
‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’, ক্রিকেটের বিখ্যাত এই প্রবাদের প্রমাণ কাল আবারো পাওয়া গেলো। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকটি সহজ ক্যাচ ফেলায় পাকিস্তানের বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে শ্রীলংকাকে, বিদয় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ম্যাচ শেষে লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলছেন, ‘জঘন্য’ ফিল্ডিংয়ের কারণেই এই পরাজয়।
মালিঙ্গার প্রথম ওভারেই পড়েছে আজহার আলির ক্যাচ। ম্যাচে যখন টানটান উত্তেজনা, ঠিক সেই সময়েই সরফরাজ আহমেদের সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি থিসারা পেরেরা। কিছুক্ষণ পর আবারো জীবন পান সরফরাজ। শেষ পর্যন্ত তিনিই ম্যাচটা লংকানদের নাগাল থেকে বের করে আনেন। ম্যাথিউস বলছেন, ক্যাচ মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারত, “ আজকে আমাদের ফিল্ডিং এক কথায় জঘন্য ছিল। যদি ওই ক্যাচগুলো ধরতে পারতাম, ফলাফল নিশ্চিতভাবেই অন্যরকম হতো। গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে দলকে।”
ক্যাচ মিসের ওই ঘটনা ছাড়া পুরো ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ম্যাথিউস, “দলের সবাই অনেক কষ্ট করেছে। ক্যাচ মিস করা ছাড়া বাকি সময়টা আমরা ভালই খেলেছি। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফলাফলটা আমাদের পক্ষে যায়নি এতেই হতাশ।”