• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ভারতের সঙ্গে ম্যাচ 'সুযোগ' হিসেবে দেখছেন হাথুরু

    ভারতের সঙ্গে ম্যাচ 'সুযোগ' হিসেবে দেখছেন হাথুরু    

    প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল।  এক দিন বাদেই ভারতের সঙ্গে ম্যাচ। অথচ তার আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, বাংলাদেশের আলাদা করে কোনো প্রস্তুতিই নেই। এই ম্যাচটা তাঁর কাছে আর দশটা ম্যাচের মতোই। 


    কার্ডিফ থেকে এজবাস্টনে এসে দেশে ফেরার বিমান ধরার কথা বাংলাদেশের। সেই ফেরাটা পিছিয়ে গেল কদিন। কিন্তু সেটা কি আরও কয়েক  দিন যাবে? বাংলাদেশ কোচ কোনো চাপই নিচ্ছেন না। ভারতকেই ঘোষণা করে দিচ্ছেন ফেবারিট হিসেবে, 'ভারত এই প্রতিযোগিতায় জেতার জন্য ফেবারিট। ওদের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। ওদের সঙ্গে পরিকল্পনা করলেও সেটা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কাউকে চ্যালেঞ্জ করতে পারব। নিজেদের মনযোগ ধরে রাখাটাই আসল কথা'।


    ভেতরে ভেতরে নিশ্চয় প্রতিপক্ষকে ঘায়েল করার আলাদা করে ছক কষছেন। তবে কৌশল হিসেবেই হাথুরুসিংহে বললেন অন্য কথা, 'আমরা অন্য সব ম্যাচের মতোই দেখছি। আমাদের কোনো আলাদা প্রস্তুতি নেই, অন্য দশটা ম্যাচের মতোই ।'


    তবে হাথুরুসিংহের নিশ্চয় দুই বছর আগে বিশ্বকাপের ওই ম্যাচের কথা মনে আছে। সেবার কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান কোচ তা মনে রাখতে চাইছেন না, 'আগে কী হয়েছে সেটা এখন ব্যাপার নয়। খুব বেশি লোক ভাবেনি আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যাব। এখন সেটাই হয়েছে, আমরা নিজেদের সামর্থ্য দেখাতে চাই।' সেই ম্যাচে চাপ নিয়ে ছেলেদের নির্ভার রাখার কৌশল হিসেবেই উপভোগের মন্ত্রই জপে দিচ্ছেন কানে, 'আমাদের ভালো একটা দল। আছে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টাও দারুণ। বড় দলের সঙ্গে দেশের বাইরে খেলাটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এবং সেই কাজটা যতই হবে, আমাদের খেলাও তত ভালো হবে। আমাদের এখন শুধু দুই হাত ভরে সুযোগটা নিতে হবে।'