• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'দুই বছর আগের ম্যাচের কথা কেউই ভাবছে না'

    'দুই বছর আগের ম্যাচের কথা কেউই ভাবছে না'    

    দুই বছর আগেও পরিস্থিতিটা এমনই ছিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। মাঠে তো বটেই, ওই ম্যাচ ঝড় তুলেছিল মাঠের বাইরও। তবে বিরাট কোহলি বলছেন, দুই বছর আগের ওই স্মৃতি মনে রাখার কোনো মানে নেই।


    অ্যাডিলেডের ওই ম্যাচ ২২ গজের বাইরেও দুই দেশকে দাঁড় করিয়ে দিয়েছিল অদৃশ্য একটা কুরুক্ষেত্রে। এরপরও বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বৈরথ হয়েছে, মাঠেও সেসব রোমাঞ্চ ছড়িয়েছে। তবে ৫০ ওভারের আরেকটি নকআউট বলে ফিরে ফিরে আসছে বিশ্বকাপের স্মৃতিটাই। কোহলি অবশ্য সেসব মনে রাখতে চাইছেন না, ‘দেখুন, ২৪ মাস চলে গেছে। আমার মনে হয় না কেউ ওটার কথা ভাবছে। আমাদের কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। আগে কী হয়েছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। এখন এসব আমার মাথায় নেই। ’

     

    সেই ম্যাচে শেষ পর্যন্ত খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তবে এরপর দেশের মাটিতে ঠিকই হারিয়েছিল ভারতকে। কোহলিও সাক্ষী ছিলেন, বাংলাদেশের উন্নতির গ্রাফটা তাঁর কাছ থেকেই দেখা, ওরা  ভালো খেলেই সেমিতে এসেছে। এটা আর কোনো চমক নয়। ওরা অনেক উন্নতই করেছে, অনেকটা পথ এগিয়েছে। দল হিসেবেও খুবই বিপজ্জনক, নিজেদের দিনে ওরা খুবই ভয়ঙ্কর। গত দুই বছরে ওরা বড় একটা লাফ দিয়েছে। কৃতিত্ব ওদের প্রাপ্য, আমরা কাউকেই হালইকাভাবে নিচ্ছে না। ‘

     

    দল হিসেবে বাংলাদেশের পরিণতিবোধ চোখে পড়েছে ভারত অধিনায়কের, ওরা এখন বিশ্বের শীর্ষ দল। এখন আস্তে আস্তে ওরা সবখানেই ভালো করেছে। খুবই দক্ষ কিছু খেলোয়াড় আছে, দারুণ নিবেদিতপ্রাণ। আগের চেয়ে অনেক বেশি পরিণত, ওরা জানে কীভাবে জিততে হয়। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল।’