• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'সবার সব দিন সমান যায় না'

    'সবার সব দিন সমান যায় না'    

    কে হবেন ভারতের বিপক্ষে তুরুপের তাস? তামিম ইকবাল তো এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে। যেদিন তামিম পারেননি, হাল ধরেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। বরং মুস্তাফিজ , সৌম্য বা সাব্বিরের মতো তরুণরাই তুলনামূলকভাবে ব্যর্থ। ভারতের সঙ্গে তাঁদের এই অফ ফর্ম কি আলাদাভাবে ভাবাচ্ছে মাশরাফিকে? বাংলাদেশ অধিনায়ক সেরকম মনে করছেন না।

    মাশরাফি স্পষ্ট করেই বললেন, ‘সব টুর্নামেন্টে সবাই একই রকম ভালো খেলবে না, দেখেন একটা টুর্নামেন্টে ১১ জন বা ১৫ জন থাকে, সবার কাছ থেকে সমান আশা করলে হবে না। কারও খুব সফল ভাবে যায়, কারও যায় না। আলাদা ভাবে কারও দিকে আঙুল তাক করা ঠিক না। আমাদের এসব থেকে বেরিয়ে আসা উচিত। প্রফেশনালি চিন্তা করলে এই সিরিজে এখানে তিনটা ম্যাচ খেলেছি। সব ম্যাচেই দুই তিন জন করে পারফর্ম করবে এটা ভাবা কঠিন। সব দিন সবার সমান যায় না।’

    বরং দলের জন্য যথেষ্ট আত্মনিবেদন আছে কি না সেটাই মাশরাফির কাছে মুখ্য, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সবাই চেষ্টা করছে কি না, মনযোগ ঠিক আছে কি না । যারা ভালো করেছে, তাদের বরং দায়িত্বটা বেশি।’

    মাশরাফি সবাইকে তাই ধৈর্যই ধরতে বললেন,' দেখেন, আমরা যখন গ্রুপ পর্যায়ে ছিলাম জানতাম কাজটা অনেক কঠিন হবে। আমরা নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করব। মাঠে ভালো কিছু করার চেষ্টা করব। আমাদের নিজেদের উন্নতি করতে হবে। ফল কী হবে, সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই।আমি ধৈর্য ধরতে বলব, বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে। ভালো কিছুই অপেক্ষা করছে।’