• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'কোহলিই বেশি চাপে থাকবে'

    'কোহলিই বেশি চাপে থাকবে'    

    পাকিস্তান-ভারত মানেই ক্রিকেটের বাইরেও অন্য একটা লড়াই। আর সেটা যখন ফাইনালে হয়, তখন সেই উত্তাপ তো আরও বেশি। মাঠের লড়াইয়ের আগেই এবার যেমন মাঠের বাইরে 'কথার লড়াইও' শুরু হয়ে গেছে। আর তাতে প্রথম চালটা দিয়েছেন মোহাম্মদ আমির, বলেছেন ফাইনালে কোহলিই বেশি চাপে থাকবে। 


    নিজেদের প্রথম ম্যাচটা ভারতের কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, টানা তিন জয়ে উঠে এসেছে ফাইনালে। সর্বশেষ ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত জয়ে অবশ্য আমির সাক্ষী হতে পারেননি, চোটের জন্য ওই ম্যাচে ছিলেন মাঠের বাইরে। তবে ফাইনালে রুম্মান রইস খানের জায়গায় আবার ফেরার কথা তাঁর। তবে আমির সে পর্যন্ত অপেক্ষা করছেন না। 


    আমির জানেন, কোহলির উইকেটটা ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। কথার লড়াইয়ের অংশ হিসেবেই হয়তো মনে করিয়ে দিচ্ছেন, 'এটা অধিনায়ক হিসেবে কোহলির প্রথম বড় ফাইনাল, আমার মনে হয় সেই বেশি চাপে থাকবে। ওর ওপর দল অনেকটাই নির্ভর করে। আর অবশ্যই ওর উইকেট আমাদের বাড়তি সুবিধা দেবে।'


    কোহলি অবশ্য এখন পর্যন্ত আমিরের "ফাঁদে" পা দেননি। বরং নিজেদের নিয়েই ভাবছেন, 'আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারলে অবশ্যই দলের জন্য ভালো কিছু করতে পারব। পাকিস্তান অবশ্যই খুব ভালো একটা দল, প্রথম ম্যাচ হারের পর ওরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাক, কী হয়।'