সোহেলের 'ম্যাচ পাতানোর' দাবি 'নির্বুদ্ধিতা' বললেন গাঙ্গুলি
ভারতের কাছে অমন হারের পর কে ভেবেছিল পাকিস্তান ফাইনালে যাবে? কিন্তু দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান চলে গেছে ফাইনালে। সবাই যখন সরফরাজ আহমেদের দলের প্রশংসায় মুখর, আমির সোহেল বলছেন ‘অন্য কারও’ সাহায্য নিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে। সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে ম্যাচ পাতানোর কথাটাই বলেছেন। পুরো পাকিস্তান জুড়ে তো বটেই, সাবেক ভারতীয়রা পর্যন্ত সোহেলের এই মন্তব্য হতবাক। সৌরভ গাঙ্গুলি তো সরাসরি ‘নির্বোধের’ বলেই সোহেলকে ধুয়ে দিয়েছেন।
পাকিস্তানের এক টিভি চ্যানেলে সোহেল অভিযোগ তুলেছেন, পাকিস্তানের জয়ের পেছনে ‘বাইরের কারণ’ আছে। সরাসরি দেখানো ওই অনুষ্ঠানেই প্রথম ফাটিয়েছেন বোমাটা, ‘সরফরাজকে কারও বলা উচিত ওর এতো খুশি হওয়ার কোনো কারণ নেই। এত খুশি হওয়ার মতো সে কিছু করেনি। কেউ তাদের জিততে সাহায্য করেছে। আমরা সবাই জানি পর্দার পেছনে কী ঘটে। আর দয়া করে আমার কাছ থেকে কেউ বিস্তারিত জানতে চাইবেন না। সেটা হলে আমি বলব ওপরওয়ালার সঙ্গে ভক্তদের দোয়াই শুধু তাদের জিতিয়ে দিয়েছে।’
যদিও পরে সোহেল দাবি করেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে সাবেক এই পাকিস্তান ওপেনার ও নির্বাচককে নিয়ে সমালোচনা থেমে নেই। পাকিস্তানে তো বটেই, সেরা শুরু হয়ে গেছে ভারতেও। সৌরভ গাঙ্গুলী ইন্ডিয়া টুডকে সোহেলের দাবিটা ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। সেখানেই অবশ্য থেমে থাকেননি, ‘খুবই নির্বোধের মতো একটা কথা। পাকিস্তান যেভাবে ফাইনালে উঠেছে, তাতে দলের একজন সাবেক অধিনায়কের তো অন্তত প্রশংসা করা উচিত।’
গাঙ্গুলী নিজের কথাটা আরও ব্যাখ্যা করেছেন, ‘দেশে গিয়ে ওরা কী পাবে? কিচ্ছু না, কাঠামো বলতে কিছুই তো নেই। সেখানে তারা দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। সোহেলের দাবিটা একেবারেই হাস্যকর। খুবই বাজে একটা সংস্কৃতি এটা, রুচির দৈন্যও। এরকম বলা মোটেই উচিত হয়নি।’
আরেক সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংও সরফরাজদের পাশে দাঁড়িয়েছেন, ‘নিজের দলকে সম্মান জানাতে না পারলে আপনাকেও কেউ সম্মান করবে না। আমি নিশ্চিত দলের এতদূর আসায় ও হিংসা থেকেই কথাগুলো বলছে।’