• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং তামিমের, পিছিয়েছেন মুস্তাফিজ-সৌম্যরা

    ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং তামিমের, পিছিয়েছেন মুস্তাফিজ-সৌম্যরা    

    চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচে ২৯৩ রান, সময়টা স্বপ্নের মতোই গেছে তামিম ইকবালের। আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে সেটির ছাপ পড়েছে,ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। এগিয়েছেন মাহমুদউল্লাহ, তবে তা ছাড়া মুস্তাফিজ, মাশরাফিসহ বাংলাদেশ দলের বাকি অনেকেই পিছিয়ে গেছেন।

    ত্রিদেশীয় সিরিজ শেষে তামিম ছিলেন র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে। তখন ওটাই ছিল ক্যারিয়ারের সবচেয়ে সেরা র‍্যাঙ্কিং। এবার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে। তামিমের রেটিং পয়েন্ট এখন ৬৮৭, তাঁর চেয়ে সামান্য এগিয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি (৭০৪) ও রস টেলর (৭০৭)। এর মধ্যে অবশ্য বাংলাদেশের আর ওয়ানডে নেই, আপাতত রেটিং বাড়িয়ে নেওয়ারও সুযোগ নেই। শীর্ষ দশে ঢুকতে এখনো বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে, শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দুজনেই (৭৪২) আছেন বেশ কিছুটা এগিয়ে।

    তামিম ছাড়া এবার বলার মতো সাফল্য ব্যাটিংয়ে পেয়েছেন শুধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ত্রিদেশীয় সিরিজের পর দুই ধাপ এগিয়েছেন মুশফিক, এখন আছেন ২১ নম্বরে। তাঁর ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং অবশ্য ১৫। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহও। ত্রিদেশীয় সিরিজ শেষে ছিলেন ৪৩ নম্বরে, এবার উঠে এসেছেন ৪১ নম্বরে। সেঞ্চুরির পরও সাকিব আল হাসান ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের অবশ্য পরিবর্তন হয়নি, আগের মতো আছেন ৩০ নম্বরেই। বরং বোলিংয়ে ছিটকে চলে গেছেন দশের বাইরে, দশ ধাপ নেমে এখন সাকিব ১৯ নম্বরে। সেরা অলরাউন্ডারের খেতাবটা অবশ্য নিজের কাছেই রেখেছেন।

    তবে বাংলাদেশের বাকিরা অনেকেই কম বেশি পিছিয়েছেন। মুস্তাফিজুর রহমানের ত্রিদেশীয় সিরিজ কেটেছে ভুলে যাওয়ার মতো। সেটির প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ছিলেন র‍্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে। এখন ১৪ ধাপ পিছিয়ে চলে গেছেন ২৯ নম্বরে। মাশরাফিই বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সবার চেয়ে এগিয়ে। তবে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন আছেন ১৫ নম্বরে। রুবেল হোসেন, তাসকিন আহমেদদেরও খুব একটা উন্নতি হয়নি। রুবেল অনেকটা পিছিয়ে আছেন ৬৩ নম্বরে, তাসকিন আছেন ৬৫ নম্বরে।

    চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে ফর্মের খেসারত দিয়েছেন সৌম্য সরকারও। ২৯ নম্বর থেকে ১৪ ধাপ পিছিয়ে চলে গেছেন ৪৩ নম্বরে। সাব্বির বরং আগের চেয়ে তিন ধাপ এগিয়ে এসেছেন ৬২ নম্বরে।