'বাংলাদেশ ভারতের চেয়ে কম চ্যালেঞ্জ হবে না'
১১ বছর আগে বাংলাদেশ সফরের সময় তাঁর ‘অবিশ্বাস্য’ এক ডাবল সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। ২০০৬ সালে চট্টগ্রামে জেসন গিলেস্পির সেই ২০১ রানই অবশ্য তাঁর ক্যারিয়ারের শেষ ইনিংস ছিল। এত বছর পর আবারো বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। গিলেস্পি বলছেন, ভারতের মতো বাংলাদেশেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে স্মিথদের।
ভারতের বিপক্ষে সিরিজের আগে অনেকেই বলেছিলেন, স্পিনারদের সামলাতে হিমশিম খাবেন অজি ব্যাটসম্যানরা। অনেকে তো ধবলধোলাইয়ের ভবিষৎবাণীও করেছিলেন! তবে শেষ পর্যন্ত অশ্বিন-জাদেজাদের ভালোই সামলেছেন স্মিথ-ওয়ার্নাররা। গিলেস্পির মতে, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাওয়া তরুন অজি ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হবে না, “দুর্দান্ত ভারতীয় বোলারদের বিপক্ষে দারুন খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপ তাদের নেই। তবে এর মানে এই না যে স্মিথদের কাজটা সহজ হবে! কন্ডিশন যথেষ্ট কঠিন হবে। ভারতের বিপক্ষে সিরিজের আগে যেমন প্রস্তুতি নিয়েছিল দল, এবারো সেরকম করতে হবে। তাহলেই সাফল্য আসবে। আর এই দলের ক্রিকেটারদের জন্য সফরটা অনেক শিক্ষণীয় হবে। প্ল্যান মোতাবেক এগোলে ভালো ফলাফল আসবেই।”
বাংলাদেশের পিচে কীভাবে ব্যাট করতে হয়, সেটার জন্য তাঁর ২০১ রানের ইনিংসের দিকেই নজর দিতে বলেছেন গিলেস্পি, “অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উচিত ইউটিউবে ওই ইনিংসের ভিডিও দেখা। এটা দেখতে এক ঘণ্টার বেশি লাগবে না! বাংলাদেশে কীভাবে ব্যাট করতে হয় সেটা এই ইনিংস দেখলেই বুঝতে পারবে সবাই। সেখানে ব্যাট করা অনেক কঠিন একটা কাজ। ওই ইনিংস খেলার সময় আমার মাথায় একটা জিনিসই কাজ করছিল। খুব সহজবভাবে নিচ্ছিলাম সব বল। অতি আক্রমণাত্মক হইনি, খারাপ বলগুলো মেরেছি। অন্য সময় রক্ষণের কথা ভেবেছি।”