• ওয়েস্ট ইন্ডিজ-ভারত
  • " />

     

    'কোচদের অধিনায়কের অন্তত ৬০ শতাংশ বেতন পাওয়া উচিত'

    'কোচদের অধিনায়কের অন্তত ৬০ শতাংশ বেতন পাওয়া উচিত'    

    কোহলির সাথে দ্বন্দ্বে শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। বিদায়ের পর জানা গেলো, কুম্বলে নাকি দলের ক্রিকেটার ও কোচদের বেতন কাঠামো ঢেলে সাজানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন বিসিসিআইকে। সেখানে কুম্বলে বলেছেন, কোচদের বেতন দলের অধিনায়কের বেতনের অন্তত ৬০ শতাংশ হওয়া উচিত।

     

    আইপিএল চলার সময় দেওয়া ১৯ পাতার দীর্ঘ এক প্রস্তাবনায় দলের ক্রিকেটার ও কোচদের বেতন কাঠামো নিয়ে বিস্তারিত কথা বলেছেন কুম্বলে। সেখানে তাঁর বেতন কোহলির বেতনের অন্তত ৬০ শতাংশ হওয়া উচিত বলেই জানিয়েছেন কুম্বলে। সাবেক ভারতীয় কোচ কোহলির বেতন ৬.৫ কোটি রূপি থেকে বারিয়ে ৭.৫ কোটি রূপি করার প্রস্তাবও দেন। কোহলির আয় বাড়লে প্রস্তাবনা অনুযায়ী কুম্বলের আয়ও বেড়ে যেত। কোহলির পাশাপাশি সঞ্জয় বাঙ্গারের বেতন ১ কোটি থেকে ২.২৫ কোটি করার কথাও বলেন কুম্বলে। অন্যদিকে দলে ‘বিশেষ ভূমিকা’ রাখার জন্য ফিল্ডিং কোচ শ্রীধরের বেতন ১ কোটি থেকে ১.৭৫  কোটি করার কথাও বলা হয়েছে।

     

    বিসিসিআইকে দেওয়া এই প্রস্তাবনায় কুম্বলে আরও বলেছেন, দলের প্রত্যেক ক্রিকেটারের মত বেতনের ২০ শতাংশ তাদের ফিটনেসের উপর নির্ভর করবে। ফিটনেস ধরে রাখতে পারলেই কেবল পূর্ণ বেতন পাবেন তাঁরা। নাহলে হিসাব করে বেতনের টাকা কেটে নেওয়া হবে।