'আশার চেয়ে অনেক বেশি পেয়েছি'
সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় এসেছিল। পরের দুই ম্যাচে হেরে গেলেও চতুর্থ ওয়ানডেতে আবারো ঘুরে দাঁড়িয়েছে দল। শ্রীলংকার বিপক্ষে সিরিজে ২-২ এ সমতা আনার পর জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার বলছেন, দলের এই সাফল্য ‘আশাতীত’।
ক্রেমারের মতে, ঘরের মাটিতে লংকানদের হারানোর ব্যাপারটা ভাবেননি কেউই, “আমার মনে হয় জিম্বাবুয়ে দল আশাতীত পারফর্ম করেছে। শ্রীলংকার মাটিতে তাদের হারানো সহজ ব্যাপার না। সত্যি বলতে আমি নিজেও এরকম কিছু আশা করিনি! সাফল্যের কৃতিত্বটা দলের সদস্যদের দিতে চাই। তাঁরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছে, প্রতিটা মুহূর্তেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। শ্রীলংকার ওপর চাপটা বেশি ছিল। তাঁরাও হয়তো ভাবেননি আমরা ২টা ম্যাচ জিতে যাবো। কিন্তু সেটাই হয়েছে।”
শেষ ম্যাচটা জিতলেই সিরিজ তাঁদের। ওই ম্যাচে আগে কোনো বাড়তি চাপ নিতে চান না ক্রেমার, “এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। সিরিজ জিততে পারাটা অসাধারণ এক ব্যাপার হবে। শ্রীলংকার মতো দলকে হারিয়ে সিরিজ জেতা অনেক বড় ব্যাপার। আমরা কোনো চাপ নেবো না। চতুর্থ ম্যাচ জিতে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসকেই কাজে লাগিয়ে ভালো ফলাফল আনতে চাই। দলের সবাই এই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে।”