• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    মনোযোগটা ক্রিকেটারদের দিকেই ফেরাতে চান শাস্ত্রী

    মনোযোগটা ক্রিকেটারদের দিকেই ফেরাতে চান শাস্ত্রী    

    তাঁর দায়িত্ব নেওয়া নিয়ে কম নাটক হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে রবি শাস্ত্রীর কোচ হওয়া নিয়ে আলোচনায় মুখর ছিল সংবাদমাধ্যম। শ্রীলংকার বিপক্ষে সিরিজেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে তাঁর। কোচ হিসাবে প্রথম সিরিজের আগে শাস্ত্রী বলছেন, কোচ নয়, সবার মনোযোগটা ক্রিকেটারদের দিকেই ফেরাতে চান।

    শাস্ত্রী মনে করেন, গত কয়েক দিনের ঘটনায় তাঁর অভিজ্ঞতার ঝুলি অনেকটাই ভারি হয়েছে, “কোচ নির্বাচনের ওই সময়টায় বেশ কিছু ঘটনা ঘটেছে। সত্যি বলতে গত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু শিখেছি, অভিজ্ঞতাও বহুগুণে বেড়েছে। আমার লক্ষ্য হবে সবকিছু পেছনে ফেলে নতুন সূচনা করা। কোচ নিয়ে একটু বেশিই কথা হয়েছে। সবার মনোযোগটা এখান থেকে ফিরিয়ে ক্রিকেটার ও খেলার দিকে নিতে চাই। এটা সবার জন্যই ভালো হবে।”

    অনিল কুম্বলের বিদায়ের সময় থেকেই দলের ভেতর বাহিরে কোচ ও অধিনায়কের ভুমিকা নিয়ে গুঞ্জন উঠেছে। শাস্ত্রীর মতে, কোচদের নিয়ে এত মাতামাতি করা উচিত না, “ রবি শাস্ত্রী, অনিল কুম্বলেরা আসবে যাবে। থাকবে শুধু ভারতীয় দল এবং তাঁদের রেকর্ড। গত তিন বছরে ভারত যেভাবে খেলেছে সেটা দুর্দান্ত। কোচ ও অন্য কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক না থাকলে ব্যাপারটা কঠিন হয়ে যায়। আমার কাজ হবে ক্রিকেটারদের মাঝে এই বিশ্বাসটা তৈরি করা যে, কোচ তাঁকে নিয়ে ভাবছে। এটা একজন ক্রিকেটারকে অনেক বেশি সাহায্য করে, দুই পক্ষের মাঝে সম্মানটাও বাড়ায়।”