• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    রামানায়েকের দায়িত্ব নিলেন ভাস

    রামানায়েকের দায়িত্ব নিলেন ভাস    

    শ্রীলঙ্কার নতুন বোলিং কোচ হয়েছেন চামিন্দা ভাস। পদত্যাগ করা চম্পকা রামানায়েকের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দিয়েছেন রামানায়েকে। 

    ইএসপিএনক্রিকইনফো বলছে, রামানায়েকে নিজের পরবর্তী গন্তব্যের ব্যাপারে ভাবছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি আগেই জানিয়েছে নিজেদের প্রথম বোলিং কোচ রামানায়েকে ফিরিয়ে আনতে চলছে জোর চেষ্টা। 

    বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভূমিকা তখন কী হবে, সেটা অবশ্য নিশ্চিত নয়। তিনি তখন হতে পারেন তাসকিন-রুবেলদের ‘মেন্টর’। 

    শ্রীলঙ্কার হয়ে ভাসের এবারের মেয়াদ কতোদিন, সেটা অবশ্য নিশ্চিত করা হয়নি এখনও। আপাতত ভারত সিরিজ পর্যন্ত দায়িত্ব তার। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত লঙ্কানদের বোলিং কোচ ছিলেন সাবেক বাঁহাতি পেসার। ২০১৬ সাল থেকে কাজ করছিলেন জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে। তিনি চলে যাওয়ার পরই রামানায়েকে দায়িত্ব নেন  জাতীয় দলের। 

    আর ২০০৮ সালে বাংলাদেশের প্রথম বোলিং কোচ ছিলেন রামানায়েকে। বর্তমান পেসারদের বেশীরভাগেরই ‘পছন্দের’ কোচ তিনি, উঠতি সময়ে তাদেরকে নিয়ে কাজ করেছিলেন তিনি। রামানায়েকে হাই পারফরম্যান্স ইউনিটেরও দায়িত্ব দিতে পারে বিসিবি। 

    এর আগে আরেক শ্রীলঙ্কান থিলান সামারাবিরা বাংলাদেশের ব্যাটিং উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন।