• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বাংলাদেশেই অভিষেকের স্বপ্ন দেখছেন সোয়েপসন

    বাংলাদেশেই অভিষেকের স্বপ্ন দেখছেন সোয়েপসন    

    অনেকটা অপ্রত্যাশিতভাবেই দলে ডাক পেয়েছেন। বাংলাদেশ সফরের জন্য ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া মিচেল সোয়েপসনের অবশ্য এখনো অভিষেকই হয়নি। আসন্ন এই সফরকে সামনে রেখে তরুণ এই স্পিনারের আশা, বহু আরাধ্য সেই অভিষেকটা হয়তো এবারই হয়ে যেতে পারে।

    ভারত সফরে দলের সাথে ছিলেন। সেবারই হয়তো হয়ে যেতে পারত অভিষেকটা। কিন্তু শেষ পর্যন্ত একটা ম্যাচেও মাঠে নামা হয়নি সোয়েপসনের। তবে বাংলাদেশ সফরে অভিষেকের স্বপ্ন দেখছেন তিনি, “এটা ঠিক যে আমি সবার শেষে দলে ডাক পেয়েছি। অন্য যে দুজন স্পিনার আছেন তাঁরাও হয়তো আমার চেয়ে বেশি অগ্রাধিকার পাবেন। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা তো কেউ জানে না! ওখানকার পিচ কেমন হবে সেটাও জানি না। কোচ আর অধিনায়কই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমি তাই আশা ছাড়ছি না!”

    অভিষেক যদি হয়েই যায়, নিজেকে ওই মুহূর্তের জন্য পুরোপুরি প্রস্তুত রাখতে চান সোয়েপসন, “ওখানে গিয়ে আমাকে পূর্ণ প্রস্তুতিই নিতে হবে। আমি ম্যাচ খেলি কিংবা বসে থাকি। যদি কোনো কারণে অভিষেক নাও হয়, তাও এই অভিজ্ঞতাটা আমার কাজে দেবে।”

     

     

    চুক্তি সংক্রান্ত জটিলতায় বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে। এরকম অবস্থায়ও নিজেকে ফিট রেখেছেন বলেই জানা সোয়েপসন, “ব্যাপারটা খুব হতাশার ছিল। কোনো ম্যাচই খেলতে পারিনি। তবে এসবের মাঝেও নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছুই করেছি। আশা করি এই কষ্টটা কাজে দেবে। আমি মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।”