• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    'ব্যাটিং-বোলিং কিছুই এখন ক্যারিবিয়দের 'শক্তি' না'

    'ব্যাটিং-বোলিং কিছুই এখন ক্যারিবিয়দের 'শক্তি' না'    

    একদিন আগেই অধিনায়ক জেসন হোল্ডার বলেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে বোলাররাই হবে দলের মূল শক্তি। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টের আগে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস বলছেন, ব্যাটিং-বোলিং কিছুই এখন ক্যারিবিয়দের ‘শক্তি’ না।

    ২০০০ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর, ইংল্যান্ডের মাঠে এখনো জয়ের দেখা পায়নি ক্যারিবিয়রা। এবারের সফরেও দারুন ফর্মে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে হোল্ডারদের। রবার্টস মনে করেন, দলের বোলারদের ওপর চাপটা বেশি থাকবে, “সত্যি বলতে আমি জানি না বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তিটা কোথায় আমরা ব্যাটিং ভালো করি না, বোলারদের ফিটনেসও ঠিক নেই। অনেকেই অল্পতে ইনজুরিতে পরে। এভাবে তো ভালো করা অসম্ভব। রুট-কুকদের বিপক্ষে বোলাররাই বেশি চাপে থাকবে।”

    রবার্টস বলছেন, পুরো পাঁচদিন ফিট থাকাই প্রথম লক্ষ্য হওয়া উচিত রোচ, গ্যাব্রিয়েলদের, “আমি আশা করি বোলাররা তাদের ফিটনেস পুরো ম্যাচে ধরে রাখবে। মাঝপথে একজন ইনজুরিতে পড়লে সেটা দলের জন্য একদমই সুখকর কিছু হবে না। যেহেতু দল খুব একটা শক্তিশালী না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এসব ব্যাপারে।”

     

     

    অন্য সব পেসারদের মাঝে ২০ বছর বয়সী আলজারি জোসেফকেই একটু আলাদা চকে দেখছেন রবার্টস, “সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। কিন্তু দলের অন্য সব বোলারের চেয়ে সে ফিট। গতির সাথে তাঁর বলে সুইংও আছে, এটা সচরাচর দেখা যায় না। নতুন বলে তাই সে গ্যাব্রিয়েল, রোচদের চেয়ে এবসি ভয়ংকর হয়ে উঠবে। ইংল্যান্ডের বিপক্ষে সে যদি শুরুতেই বল করতে আসে তাহলে অবাক হব না।”