• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    মুমিনুলদের ছাড়িয়ে গেলেন রুট

    মুমিনুলদের ছাড়িয়ে গেলেন রুট    

    গত বছর ঢাকা টেস্ট দিয়ে শুরু। এরপর টানা ১২ ম্যাচে ফিফটি বা এর বেশি রান করলেন জো রুট। ভাগ বসালেন এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব রেকর্ডেও। পরের টেস্টে ফিফটি করলেই হয়ে যাবেন টানা ১৩ টেস্টে ফিফটি বা তার বেশি রান করা প্রথম ব্যাটসম্যান। 

    এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করেই হয়ে গিয়েছিল ইংলিশ রেকর্ড। এর আগে টানা দশ টেস্টে ফিফটি বা তার বেশি রানের ইনিংস ছিল জন এডরিচের। রুট ছুঁয়েছিলেন ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, বিরেন্দর শেওয়াগ ও মুমিনুল হককে। চারজনেরই ছিল টানা ১১ টেস্টে ফিফটি বা এর বেশি রানের ইনিংস। 

    ডি ভিলিয়ার্স রেকর্ডটা করেছিলেন ২০১২ সালে পার্থ টেস্ট থেকে ২০১৪ সালে পোর্ট এলিজাবেথ টেস্ট পর্যন্ত। আর মুমিনুল রিচার্ডসদের ছুঁয়েছিলেন ২০১৩ সালে চট্টগ্রাম টেস্ট থেকে ২০১৫ সালে ঢাকা টেস্টে পাকিস্তানের সঙ্গে টেস্ট পর্যন্ত। 

    ইনিংসের হিসেবে রেকর্ডটা আছে ছয়জনের। এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারাইন চন্দরপল, কুমার সাঙ্গাকারা, ক্রিস রজার্স ও লোকেশ রাহুলের আছে টানা ৭ ইনিংসে ফিফটি। রাহুলের সামনে সুযোগ আছে, সবাইকে ছাড়িয়ে যাওয়ার। নিজের খেলা পরের টেস্টের প্রথম ইনিংসে করতে হবে ফিফটি।