• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    উইকেট দেখে খুশি মুশফিক, সংশয়ে স্মিথ

    উইকেট দেখে খুশি মুশফিক, সংশয়ে স্মিথ    

     


    আগের দিন কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে নেমেই মাঠে চলে গিয়েছিলেন স্টিভ স্মিথ। যে উইকেটে খেলা হবে, সেটা আজ আরেকটু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। মুশফিকুর রহিম ও চন্ডিকা হাথুরুসিংহেও আজ মাঠে গিয়ে অনেকটা সময় ধরে উইকেট দেখেছেন। পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর সঙ্গে কথাও বলেছেন আলাদা করে। দুই অধিনায়কের কথা থেকেই আভাস পাওয়া গেল, স্পিনটা এবারও মূল অস্ত্রই হতে পারে।

    দেশের মাটিতে সর্বশেষ তিন টেস্টে এখন পর্যন্ত মাত্র একটি উইকেট নিয়েছেন পেসাররা।  ৫৭ উইকেট নিয়ে স্পিনাররাই সর্বেসর্বা। চট্টগ্রামেও চেনা রেসিপিতেই অসি-ক্ষুধা না মেটাতে চাওয়ার কোনো কারণ নেই। স্মিথও সেটা বুঝতে পেরে আভাস দিচ্ছেন একজন বাড়তি স্পিনার খেলানোর, ‘আগের দিনই দেখেছি উইকেট। আমি খুব ভালো উইকেট পড়তে পারি তা নয়, তবে আমার মনে হয় না ঢাকার মতো এখানে এতো বাউন্স থাকবে। হয়তো প্রথম দিন থেকেই বল এতো নাও ঘুরতে পারে।’ বাংলাদেশের তিন স্পিনারের ছকটা মনে ধরেছে স্মিথেরও, ‘আমার মনে হয় ওকিফ দলে আসায় আমাদের জন্য ভালো হয়েছে, এখন আমাদের তিন জন স্পিনার খেলানোর সুযোগ আছে। বাংলাদেশ গত সপ্তাহে এটা করেছিল। আর সেটা হলে কোনো ব্যাটসম্যানের জন্য থিতু হওয়াটাও কঠিন হয়ে যায়। আমরা এই সম্ভাবনাও বেছে নিতে পারি।’

     

    তবে তিন স্পিনার আছে তো বটেই, চট্টগ্রামে ঢাকার মতো উইকেট থাকলে একজন পেসার কমিয়ে বাড়তি ব্যাটসম্যানের দিকে যাওয়া উচিত কি না, এমন প্রশ্নও উঠেছিল মুশফিকের কাছে। বাংলাদেশ অধিনায়ক সেই সম্ভাবনার পালে খুব একটা জোর হাওয়া দিলেন না, ‘উইকেট চট্টগ্রামের যে রকম ঠিক সেরকমই। আমি মনে করি একাদশে খুব বেশি আহামরি পরিবর্তন নাও হতে পারে। হলেও আমাদের ব্যালেন্স খুব ভালো হবে। আমাদের তিনজন সিমার আছে। আবহাওয়ার ব্যাপার আছে। আমাদের স্পিনার, ব্যাটসম্যান সবই বাড়তি আছে। আমি বিশ্বাস করি আমাদের সেরা কম্বিনেশনই হবে। আমার মনে হয় না, খুব পরিবর্তন হতে পারে।‘

     

    তবে উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক সন্তুষ্টই, ‘উইকেট মোটামুটি তৈরি ছিল।  একেক উইকেট একেক ধরনের হয়ে থাকে। বৃষ্টির জন্য এখানে একটা উইকেট একটু অপ্রস্তুত অবস্থায় থাকতে পারে। গত দুই-তিন দিন ধরে তারা সেভাবে কাজটা করতেও পারছে না।  যেভাবে আমরা বলেছি সেভাবেই উইকেট বানানো হয়েছে। আমরা উইকেট নিয়ে খুশি। তবে উইকেট যেমনই হোক মাঠে আমাদের নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে।’

    সেজন্য অবশ্য টসের দিকেও তাকিয়ে থাকবেন মুশফিক। এই উইকেটে কোনো দলই নিশ্চয়ই চতুর্থ ইনিংসে ব্যাট করতে চাইবে না!