নো বলটা ইচ্ছে করে করেননি পোলার্ড
এভিন লুইসের বিপক্ষে করা সেই নো-বল নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। নো বল করে লুইসকে ‘সেঞ্চুরিবঞ্চিত’ করার অভিযোগে কাইরন পোলার্ডের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে পোলার্ড বলছেন, ওই নো বল তিনি মোটেও ইচ্ছে করে করেননি।
জয়ের জন্য লুইসের দলের দরকার ছিল এক রান। অন্যদিকে সেঞ্চুরির জন্য লুইসের প্রয়োজন ছিল ৩ রান। শেষ পর্যন্ত পোলার্ডের করা প্রথম বলটি হয় নো, ম্যাচ জিতলেও সেঞ্চুরিটা পাওয়া হয়নি লুইসের। এই ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পোলার্ড জানিয়েছেন, জেনেশুনে নো বল করার প্রশ্নই ওঠে না, “যখন আমি ওই বলটা করতে যাচ্ছিলাম, মাথায় একটা জিনিসই কাজ করছিল, আমাকে নিজের সেরা বলটা করতে হবে। বাউন্সার দিতে চেয়েছিলাম, যেন সে মারতে গিয়ে আউট হয়। যদিও ম্যাচটা ততক্ষণে হেরেই গিয়েছে দল, তাও এমনটা চেয়েছি আমি। অপ্রত্যাশিতভাবে বলটা নো হয়ে গেছে। ইচ্ছে করে এরকম করার কোনো মানেই হয় না। লুইসকে সেঞ্চুরিবঞ্চিত কেনো করতে যাবো? এটা আমার স্বভাবের মাঝে নেই।”
নো বলের পর লুইসের মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল সবকিছু। পোলার্ড অবশ্য বলছেন, দুজনের মাঝেই সম্পর্কটা আগের মতোই আছে, “আমি তাকে ম্যাচ শেষে শুভকামনা জানিয়েছিলাম প্লেঅফের জন্য। সে হেসে জবাব দিয়েছিল। আমরা একসাথে ক্রিকেট খেলি। কেউ যদি বলে, পোলার্ড লুইসের সাথে হিংসা করে কাজটা করেছে, তাহলে খুব ভুল কথা হবে।”
অনেকেই বলেছিলেন, পোলার্ডের উচিত হবে লুইসের কাছে ক্ষমা চাওয়া। পোলার্ড অবশ্য এরকমটা ভাবেন না, “আমি তার সাথে বহুবার কথা বলেছি। ক্ষমা চাওয়ার প্রশ্ন এখানে আসবে কেন? ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ আমি করিনি। ব্যাপারটা তো আমরা হেসেই উড়িয়ে দিয়েছি!”