• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    'নতুন' ওয়েস্ট ইন্ডিজকেও পাত্তা দিল না ইংল্যান্ড

    'নতুন' ওয়েস্ট ইন্ডিজকেও পাত্তা দিল না ইংল্যান্ড    

    সংক্ষিপ্ত স্কোর, প্রথম ওয়ানডে, ওল্ড ট্রাফোর্ড 
    ওয়েস্ট ইন্ডিজ ২০৪/৯, ৪২(৪২) ওভার (হোল্ডার ৪১, গেইল ৩৭, স্টোকস ৩/৪৩, ওকস ২/৪১)
    ইংল্যান্ড ২১০/৩, ৩০.১ ওভার (বেইরস্টো ১০০*, রুট ৫৪, উইলিয়ামস ২/৫০) 
    ফলঃ ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী 


    নিজেদের শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ধাক্কা খেয়েছিল একটা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ফেবারিট হয়েও হেরেছিল পাকিস্তানের কাছে। সে ওয়ানডেতে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেছিলেন জনি বেইরস্টো। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ওয়ানডেতেও নামলেন ওপেনিংয়ে, পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরিও। ইংল্যান্ড পাত্তাই দেয়নি ক্যারিবীয়দের, স্টোকসদের বোলিংয়ের সঙ্গে যেখানে অনেক বড় অবদান বেইরস্টোর তিন অঙ্কেরও।

    ওল্ড ট্রাফোর্ডে নেমেছিল ‘নিউ’ ওয়েস্ট ইন্ডিজ, যে দলে ফিরেছেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসরা। তবে ওয়ানডেতে নয় নম্বর দলের চেহারাটা বদলালো না। বৃষ্টির কারণে খেলা নেমে এসেছিল ৪২ ওভারে, টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন জ্যাসন হোল্ডার। সেই হোল্ডারই সাতে নেমে উইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, নিজ দলের ব্যাটিং দুর্দশার প্রতিচ্ছবিই যেন দেখালেন তিনি! 

    ওপেনিংয়ে শুরুটা গেইলসুলভই হয়েছিল অবশ্য, ৫.৩ ওভারে উঠেছিল ৪৫ রান। এভিন লুইস ১১ রানে ফিরলেন, ছিলেন গেইল। তবে তার ২৭ বলে ৩৭ রানের বিনোদন ফুরিয়ে এলো শীঘ্রই, ব্যাটিং ধ্বসও নেমে এলো সহসাই। মিডল অর্ডারে শাই হোপের ৩৫ রান ছাড়া বলার মতো তেমন কিছু নেই। কখনও স্টোকসকে মারতে গিয়ে, কখনও লেগসাইডে আগবাড়িয়ে খেলতে গিয়ে, কখনওবা রশীদকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ক্যারিবীয়রা। ২০৪ রানেই তাই থামতে হয়েছে তাদের। 

    অ্যালেক্স হেলসও আগেভাগেই থেমেছিলেন। তবে জেরমি টেইলরের এনে দেয়া ব্রেকথ্রুর স্মৃতি ক্যারিবীয়দের ভুলিয়ে দিয়েছেন জো রুট ও বেইরস্টো। ২৪তম ওভারে ৫৩ বলে ৫৪ করে রুট আউট হলেন, ততক্ষণে প্রায় সবকিছুই শেষ। বাকি শুধু বেইরস্টোর প্রথম সেঞ্চুরি আর ইংল্যান্ডের জয়ের অপেক্ষা। মাঝে শুধু মরগানের উইকেটটা নিয়েছেন রুটেরই ‘ঘাতক’ কেসরিক উইলিয়ামস। 

    তবে আটকাননি বেইরস্টো। নার্সের বলে তিন রান নিয়ে পূর্ণ করেছেন সেঞ্চুরি, ১১ চারে। সুযোগ আসলে কিভাবে দুহাত দিয়ে তা গ্রহণ করতে হয়, ইংলিশ ক্রিকেটে যেন সেটাই নতুন করে দেখাচ্ছেন তিনি। বেইরস্টোর সেঞ্চুরির পর অপেক্ষা করেননি স্টোকস, ছয় মেরেই এনেছেন জয়। 

    শুরুতে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়া ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা তাই ফিরেছেন একমুখী ইংলিশ জয় দেখেই। আর দ্বিতীয় ওয়ানডেতে 'নতুন' ওয়েস্ট ইন্ডিজকে ফিরতে হবে আবারও নতুন একটা শুরুর আশা নিয়ে।