• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সবকিছুই ভুলে গেছেন সাইফুদ্দীন

    সবকিছুই ভুলে গেছেন সাইফুদ্দীন    

    একটা ওয়ানডে, চারটা টি-টোয়েন্টি। মোহাম্মদ সাইফুদ্দীনের আন্তর্জাতিক ক্যারিয়ারটা পেখম মেলেনি এখনও। এ ছোট ক্যারিয়ারেই ডেভিড মিলারের কাছে বেশ বড় সড় এক পরীক্ষার মধ্যে পড়েছিলেন সাইফ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ টি-টোয়েন্টিতে নিজের শেষ ওভারের প্রথম পাঁচ বলেই যে ছয় মেরেছিলেন মিলার! ছয় বলে ছয় ছয়ের ব্যাপারটাও উঁকি দিচ্ছিল তখন। তবে বাংলাদেশী পেসার সেসব কিছু মনে রাখতে চান না। শুধু ভবিষ্যতের দিকেই তাকাতে চান, তার পরিকল্পনা জুড়ে আছে তার সামনে থাকা ক্যারিয়ারই। 

    ‘এটা তো ক্রিকেটেরই অংশ। এটা নিয়ে এতো চিন্তা করার কিছু নেই। যা হওয়ার হয়ে গেছে। আমি ভুলে গেছি। আমি ভবিষ্যতে কী করবো সেটার পরিকল্পনা করছি’, সিলেটে বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার। 

    ‘ভাল খেলি বা খারাপ খেলি, সেটা ভুলে যাই, আমি চেষ্টা করি সামনে কী করবো সেটা চিন্তা করার। এমন অবস্থা আসলে সে অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।’ 

    এ ঘটনা তাকে একধাপে অনেক পরিণত করে দিয়েছে, ব্যাপারটা তেমনও নয়, ‘পরিণত হওয়ার তো শেষ নেই। যতো খেলবো, ততো শিখব। যতখানি শিখেছি, ওই কন্ডিশনে খেলে, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো বিপিএলে।’

    দক্ষিণ আফ্রিকা সফর থেকে বলতে গেলে এসেই নেমে পড়তে হয়েছে সাইফদের, এই বিপিএল খেলতে। তবে এটাকেও চাপ হিসেবে নিতে নারাজ তিনি, ‘আমরা যেহেতু ক্রিকেটারের, খেলার মধ্যে থাকি, কষ্টের কিছু নাই। যে অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেটা কাজে লাগবে।’ 
     
    বোলিংয়ে সাইফুদ্দীনের লক্ষ্য বিপিএলের শীর্ষ পাঁচের মধ্যে থাকা। আর ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে নেমে যদি ম্যাচ জেতাতে পারেন, ভাল লাগবে তার। কুমিল্লার জন্য সব মিলিয়ে দল হিসেবে প্রথম কয়েকটা ম্যাচকে গুরুত্বপূর্ণ ভাবছেন তিনি। প্রথম দুই ম্যাচে তামিম ইকবালকে পাবে না কুমিল্লা, দলে সাইফুদ্দীনের পারফর্মের গুরুত্ব তাই বেড়ে যাচ্ছে আরও।