শেষ ওভারের রোমাঞ্চে সিরিজ জিতল ভারত
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৮ ওভারে ৬৭/৫ ( মনিশ পান্ডে ১৭, সৌদি ২/১৩)
নিউজিল্যান্ড ৮ ওভারে ৬১/৬ (গ্র্যান্ডহোম ১৭*, বুমরাহ ২/ ৯)
ফলাফল- ভারত ৬ রানে জয়ী।
ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজ- জাসপ্রিত বুমরাহ
শেষ ওভারে দরকার ১৮ রান, হাতে ৪ উইকেট। হার্দিক পান্ডিয়ার প্রথম ২ বলে রান উঠলো ১ রান। ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন কলিন গ্র্যান্ডহোম, স্টেডিয়ামে তখন পিনপতন নিস্তব্ধতা। পরের বলটা হলো ওয়াইড, পান্ডিয়া ও কোহলির কপালে তখন চিন্তার ভাজ। কিন্তু শেষ তিন বলে দারুণভাবে মাথা ঠাণ্ডা রেখে বল করলেন, উঠলো মাত্র ৪ রান। রোমাঞ্চকর এক ওভারের পর নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল ৮ ওভারে। ভারতের দেওয়া ৬৮ রানের লক্ষ্যটা হয়ত খুব বেশি মনে হয়নি কিউইদের কাছে। কিন্তু জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে সেটাই হয়ে গেলো পর্বতসমান। প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর ফেরালেন মার্টিন গাপটিলকে। পরের ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে সাজঘরে ফেরান বুমরাহ।
৯ বলের মাঝেই ২ উইকেট হারানোর পর গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে পঞ্চম ওভারে পরপর দুই বল দুজন ফিরলে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় কিউইদের। নিজের দ্বিতীয় ওভারে হেনরি নিকলসকে প্যাভিলিয়নের রাস্তা দেখান বুমরাহ। গ্র্যান্ডহোম সর্বোচ্চ ১৭ রান করে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে দল।
ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। তৃতীয় ওভারে পরপর দুই বলে দুই ওপেনারকে ফেরান টিম সাউদি। বিরাট কোহলিও টিকতে পারেননি বেশিক্ষণ। পঞ্চম উইকেটে মনিশ পান্ডে ও হার্দিক পান্ডিয়ার কল্যাণে নির্ধারিত ৮ ওভার শেষে ৬৭ রান তোলে ভারত।