ওয়ার্নার-ব্যানক্রফট জুটিতে অস্ট্রেলিয়ার বড় জয়
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩০২, ১৯৫
অস্ট্রেলিয়া ৩২৮, ১৭৩/১০ ( ওয়ার্নার ৮৭*, ব্যানক্রফট ৮২*)
ফলাফল- অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচ- স্টিভেন স্মিথ
চতুর্থ দিনেই জয়ের সুবাস পাচ্ছিল দল। ব্রিসবেন টেস্ট জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট অনায়াসেই তুলে নিলেন সেই রান। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্টিভেন স্মিথের দল।
ইংল্যান্ডের দেওয়ার ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি ওয়ার্নার-ব্যানক্রফট জুটিকে। পঞ্চম দিনে প্রথম সেশনের দেড় ঘণ্টা ব্যাটিং করার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুজন। প্রথম ইনিংসে দুর্দান্ত সেই সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেম অজি অধিনায়ক স্মিথ।