• কোপা দেল রে
  • " />

     

    দুই মাস পর ফিরছেন বেল

    দুই মাস পর ফিরছেন বেল    

     

    মৌসুমের শুরু থেকেই ইনজুরিটা ভোগাচ্ছে। পায়ের মাংসপেশীর ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলকে। সুস্থ হওয়ার পর গত কয়েকদিন ধরেই অনুশীলনে ব্যস্ত ছিলেন। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে বেলের। আজ রাতে কোপা ডেল রের ম্যাচে রিয়ালের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে।

     

     

     

    শেষবার মাদ্রিদের হয়ে বেলকে দেখা গেছে ২৬ সেপ্টেম্বর বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। প্রথমবার ইনজুরি কাটিয়ে নভেম্বরের শুরুতে ফেরার কথা ছিল। তবে নতুন করে ইনজুরিতে পড়ায় তাঁর ফেরা বিলম্বিত হয়েছে। খেলতে পারেননি ওয়েলসের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও। তাঁর অনুপস্থিতিতে বাছাইপর্বেই থেমে গেছে তাঁদের বিশ্বকাপ যাত্রা।

     

    রিয়াল কোচ জিনেদিন জিদান বলছেন, বেল মাঠে নামার জন্য প্রস্তুত, “বেল এখন সুস্থ, মাঠে নামার জন্যও তৈরি। অনেকদিন পর খেলতে নামায় মানিয়ে নিতে কিছুটা সময় অবশ্যই লাগবে তাঁর। আশা করছি পুরনো ফর্মেই ফিরবে সে। রোনালদো, বেনজেমা, বেলকে একসাথে একাদশে পাওয়াটা দলের জন্য দারুণ ব্যাপার।”

     

    রাতে বার্নাব্যুতে কোপা ডেল রের ম্যাচে ফুয়েনলাব্রাদার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল রোনালদোরা।