• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    রুটদের ওপর 'কার্ফিউ' জারি

    রুটদের ওপর 'কার্ফিউ' জারি    

    বেন স্টোকসের নিষেধাজ্ঞার পর থেকেই ক্রিকেটারদের হোটেলের বাইরে যাওয়ার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আরোপ করেছে দল। অ্যাশেজ সফরে এসে জনি বেইরস্টোর ক্যামেরন ব্যানক্রফটকে মাথায় ‘আঘাত’ করার ঘটনার পর সেই কড়াকড়ি রূপান্তরিত হলো কার্ফিউতে। ইংল্যান্ড দলের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, মাঝরাতের পর ইংলিশ ক্রিকেটাররা হোটেলের বাইরে থাকতে পারবেন না। নিয়ম ভঙ্গের অভিযোগ আসলে দেশেও পাঠিয়ে দেয়া হতে পারে অভিযুক্তদের।

     

     

    ব্রিসবেনে প্রথম টেস্ট চলার সময়েই জানা যায়, সফরের শুরুতে পার্থের ‘দ্য এভিনিউ’ নামের এক পানশালায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছিল ইংলিশ ক্রিকেটারদের। বেইরস্টোর সঙ্গে ব্যানক্রফটের ঠোকাঠুকি তখনই। পড়ে এই ঘটনার জন্য বেইরস্টো দুঃখও প্রকাশ করেছিলেন। ম্যাচ শেষে এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন ব্যানক্রফট। ব্যাপারটা যে নিছকই মজা ছিল সেটাই সাংবাদিকদের জানান তিনি।

    ‘মজা’ হলেও ব্যাপারটা ভালো চোখে দেখছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। স্ট্রাউস বলছেন, হোটেলের বাইরে যাওয়ার ব্যাপারে আগের মতো স্বাধীনতা দেওয়া হবে না রুটদের, “ক্রিকেটারদের এমন কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া উচিত না যার কারণে দল কিংবা তাঁকে নিয়ে মানুষ নানা ধরনের কথা বলে। তাঁদের এটা বুঝতে হবে। আগেও এই ব্যাপারে বলা হয়েছে।”

    বিয়ার কিংবা অন্যান্য পানীয় পান করার ব্যাপারে অবশ্য আগের মতো ‘নিষেধাজ্ঞা’ থাকছে না, “আমার দলের ক্রিকেটারদের শৃঙ্খলার অভাব নেই। তারা সৎ, পরিশ্রমী, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু অনেক সময় তাঁদের ভালোর জন্যই শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হয়। পাঁচ মাসের সিরিজে কোনো পানীয় গ্রহণ না করাটা বাস্তবসম্মত নয়, তাই এই ব্যাপারে কড়াকড়ি করা হবে না।”