স্লেজিংয়েই কাবু হয়েছিলেন স্মিথ
প্রথম টেস্টে তাঁর দুর্দান্ত এক ইনিংসেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ‘অতিমানবীয়' স্টিভেন স্মিথের সেই রূপটা দেখা যায়নি অ্যাডিলেডে। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বলছেন, দ্বিতীয় টেস্টে তাঁদের করা স্লেজিংয়ের কারণেই ভয়ংকর হয়ে উঠতে পারেননি স্মিথ।
প্রথম ইনিংসে করেছিলেন ৪০। দ্বিতীয় ইনিংসে ফ্লাডলাইটের নিচে খেলতে নেমে অ্যান্ডারসন-ওকসকে সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন স্মিথ। সাথে যোগ হয়েছিল ইংল্যান্ডের স্লেজিং। অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের সাথে বেশ কয়েক দফা তর্কে জড়িয়ে পড়েছিলেন স্মিথ। ওভারের ফাঁকে ফাঁকেও চলেছে কথার লড়াই। শেষ পর্যন্ত মাত্র ৬ রানেই ওকসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
অ্যান্ডারসন বলছেন, স্মিথকে চাপে রাখার কারণেই দ্রুত প্যাভিলিয়নে ফিরেছেন, “আমার মনে হয় ওই সময়ে চলা তর্কযুদ্ধের কারণেই স্মিথ বেশিক্ষণ টিকতে পারেনি। স্মিথ তো ব্যাটিংয়ের চেয়ের ব্রড ও আমার সাথে তর্ক চালিয়ে যেতেই বেশি ব্যস্ত ছিল! এটা আমাদের জন্যই ভালো হয়েছে, বেশি রান না করেই ফিরেছে সে।”