• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ওয়ানডে দলে ডাক পেলেন স্টোকস

    ওয়ানডে দলে ডাক পেলেন স্টোকস    

     

    নিষেধাজ্ঞার জন্য অ্যাশেজ খেলা হচ্ছে না। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সি গায়ে কবে দেখা যাবে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে, সেটা নিয়ে খানিকটা সন্দেহ ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের দলে জায়গা করে নিয়েছেন স্টোকস।

     

     

     

    ইংলিশ কোচ ট্রেভর বেয়লিশ বলছেন, স্টোকস মাঠে ফিরলে সেটা ছোটখাটো একটা ‘সার্কাসই’ হবে, “সে যখনই দলে ফিরবে, ছোটখাটো একটা সার্কাস তো হবেই! আগেও অবশ্য কম অদ্ভুত পরিস্থিতি হয়নি তাঁকে নিয়ে। যা হবে সেটা সবাই দেখবে। পরিস্থিতিটা যে খুব সহজ হবে না সেটা বলাই বাহুল্য। আসলে ওই মুহূর্ত না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না। এটার সাথে মানিয়ে নেওয়াই হবে আসল চ্যালেঞ্জ।”

     

    বর্তমানে পুলিশের তদন্ত চলছে স্টোকসের বিরুদ্ধে। আগামী দুই দিনের মাঝেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্টোকসের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ওয়ানডে দলে আছেন স্টোকসের সাথেই নিষিদ্ধ হওয়া অ্যালেক্স হেলস, যার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কিছুদিন আগেই।

     

    আগামী ১৪ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।