• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    মেলবোর্নে থাকছেন না স্টার্ক

    মেলবোর্নে থাকছেন না স্টার্ক    

    পার্থে বোলিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। তখন খুব গুরুতর মনে না হলেও মিচেল স্টার্ককে মেলবোর্নে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে থাকছেন না স্টার্ক।

     

     

     

    প্রথম তিন ম্যাচে ১৯ উইকেট নিয়ে স্টার্কই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এরই মাঝে সিরিজ নিশ্চিত করে ফেলায় স্টার্ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে গত কয়েক বছরে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন স্টার্ক। সিডনিতে সিরিজের শেষ টেস্টে ফিরতে পারেন তিনি। 

     

    ২০১১ সালে অভিষেকের পর থেকেই মেলবোর্নে খেলার সৌভাগ্য হয়েছে মাত্র একবার। ২০১৩ ও ২০১৫ সালের বক্সিং ডে টেস্টের আগে ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক। ২০১২ ও ২০১৪ তে তাঁকে দলে নেওয়া হয়নি। স্টার্কের জায়গায় দলে ঢুকেছেন পেসার জ্যাকসন বার্ড।

     

    এদিকে ইংল্যান্ড দল থেকেও ছিটকে গেছেন আগের টেস্টে পাঁজরে চোট পাওয়া ক্রেইগ ওভারটন। ম্যাচের পরেই জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা ভেবে মেলবোর্নে নাও খেলতে পারেন। তাঁর জায়গায় খেলতে পারেন পেসার টম কুরান।