• দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সিরিজ
  • " />

     

    মার্করাম-মরকেলে দক্ষিণ আফ্রিকার দিন

    মার্করাম-মরকেলে দক্ষিণ আফ্রিকার দিন    

     

    সংক্ষিপ্ত স্কোর

    ১ম দিনশেষে

    দক্ষিণ আফ্রিকা ৩০৯/৯ ডিক্লে (মার্করাম ১২৫, জারভিস ৩/৫৭)

    জিম্বাবুয়ে ৩০/৪ ( বুর্ল ১৫* মরকেল ৩/২০)

     

    প্রথম দুই সেশনে উঠলো ২৫১ রান, পড়ল মাত্র ৪ উইকেট। দিনের আলোতে পোর্ট এলিজাবেথের পিচকে যেখানে মনে হচ্ছিল ‘ব্যাটিং স্বর্গ’, ফ্লাডলাইটের আলোতেই বদলে গেল দৃশ্যপট। শেষ সেশনে ৮৮ রানেই পড়েছে ৯ উইকেট! এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি ও মরনে মরকেলের বিধ্বংসী বোলিংয়ে চারদিনের দিবারাত্রি টেস্টের প্রথম দিনশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা।

     

     

     

    ফাফ ডু প্লেসির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া এবি ডি ভিলিয়ার্স টসে জিতে ব্যাটিং নিয়ে দ্বিধা করেননি একটুও। উদ্বোধনী দুই ব্যাটসম্যান তাঁর সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেছেন। মার্করাম-এলগারের ৭১ রানের জুটি নির্বিঘ্নেই কাটিয়ে দেন প্রথম সেশনের প্রায় পুরোটাই। লাঞ্চের আগে এক ওভারের ব্যবধানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

     

    এলগার, আমলা ফিরলেও মার্করান ছিলেন অবিচল। ডি ভিলিয়ার্সকে নিয়ে খুব স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছেন। ১৪ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসে মার্করাম তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। জারভিসের বলে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম, তাঁর কিছুক্ষণ আগে ফিরেছেন এবিও। এরপর টেম্বা বাভুমা ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ফ্লাডলাইটের আলোতে জারভিস, ক্রিস এমপফুরা হয়ে উঠেছিলেন ভয়ংকর। সেটা দেখেই কিনা ৭৮ ওভার ব্যাট করার পরেই ইনিংস ঘোষণা করেন ডি ভিলিয়ার্স।

     

    প্রথম বলেই হ্যামিল্টন মাসাকাদজার উইকেট তুলে নেন মরকেল। জিম্বাবুয়ের প্রথম চার ব্যাটসম্যানের কেউই দুই অংক পেরোতে পারেননি। ১৪ রানেই ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেন মরকেলই। তাঁর গতি, সুইং সামলানোর কোনো পথই খুঁজে পাননি ব্যাটসম্যানরা। ১৫ রান করে একাই লড়াইটা চালিয়ে যাচ্ছেন রায়ান বুর্ল।