• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    লড়াইটাও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

    লড়াইটাও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ    

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড ২৩ ওভারে ১৩১/৪ (টেলর ৪৭*, শেলডন ২/১৯) 

    ওয়েস্ট ইন্ডিজ ২৩ ওভারে ৯৯/৯ ( হোল্ডার ৩৪, বোল্ট ৩-১৮)

    ফলাফল- বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ৬৬ রানে জয়ী

     

    খেলার হয়েছে মাত্র ২৩ বল, এর মাঝেই নেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। ১৩২ রানের লক্ষ্যকে তখন ধরাছোঁয়ার অনেক বাইরে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত কোনো লড়াই ছাড়াই হার মানে ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইস্টচার্চে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যরিবিয়দের বৃষ্টি আইনে ৬৬ রানে হারিয়ে ধবলধোলাই করল নিউজিল্যান্ড।

     

     

     

    চারবার বৃষ্টি হানা দেওয়ায় ম্যাচ নেমে এসেছিল ২৩ ওভারে। নিউজিল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ক্রিস গেইলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ওভারে পড়েছে আরও ৪ উইকেট। ৯ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল জেসন হোল্ডারের দল।

     

    লড়াইয়ের কিছুটা আভাস দিচ্ছিলেন হোল্ডারই। ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনারদের ওপর চড়াও হয়ে পাল্টা আক্রমণ করেন। তাঁকে সঙ্গ দিয়েছেন রোভমান পাওয়েল ও নিকিতা মিলার। তবে রানের গতির সাথে পাল্লা দিতে গিয়ে উইকেট বাঁচাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত নির্ধারিত ২৩ ওভার শেষে ৯৯ রানেই থামে তাঁদের ইনিংস।

     

    প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টম লাথাম ও রস টেলর বিপর্যয় সামলেছেন। ১৯ তম ওভার শেষে যখন নিউজিল্যান্ডের স্কোর ৮৩, তখনই হানা দেয় বৃষ্টি। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা বৃষ্টির কারণে এক পর্যায়ে মনে হয়েছিল খেলাই পরিত্যক্ত হবে।

     

    বৃষ্টি খানিকটা ধরে এলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন প্রতি ইনিংসে খেলা হবে ২৩ ওভার। বৃষ্টির পর নিউজিল্যান্ড পেয়েছে ৪ ওভার, রান তুলতে পেরেছে ৪৮। ৪৭ রানে অপরাজিত থাকা টেলরই হয়েছে ম্যাচ সেরা।