• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    টি-টোয়েন্টিতে মানরোর ইতিহাস

    টি-টোয়েন্টিতে মানরোর ইতিহাস    

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়েছেন নিউজিল্যান্ডের কলিন মানরো। তৃতীয় টি-টোয়েন্টিতে তার ৫৩ বলে ১০৪ রানের ইনিংসের কোনও জবাব দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড সফরটা তাই তাদেরকে শেষ করতে হয়েছে কোনও জয় ছাড়াই। 

    সিরিজে আগের দুই ম্যাচেই ফিফটি করেছিলেন মানরো। বৃষ্টিবিঘ্নিত আগের ম্যাচেই গড়েছিলেন দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। এবার পেলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুইটি করে সেঞ্চুরি আছে চারজনের। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, এভিন লুইস ও রোহিত শর্মার। 

    ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের সঙ্গে মানরো করেছিলেন ৫৪ বলে ১০১ রান। এরপর রাজকোটে ভারতের সঙ্গে করেছিলেন দ্বিতীয় সেঞ্চুরি, ৫৮ বলে ১০৯। আজ তৃতীয় সেঞ্চুরি করেছেন ওই মঙ্গানুইতেই। চার মেরেছেন মাত্র ৩টি, তবে ছয় মেরেছেন ১০টি। 

    ২০ ওভারে ১২.১৫ হারে ২৪৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল করেছেন ৩৮ বলে ৬৩ রান। পরে ২১ বল বাকি থাকতে ১২৪ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যা লড়াইয়ের চেষ্টা করেছেন ৪৬ রান করা আন্দ্রে ফ্লেচারই।