• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    হ্যামিল্টনে কিউই বোলারদের দাপট

    হ্যামিল্টনে কিউই বোলারদের দাপট    

     

    সংক্ষিপ্ত স্কোর 

    দ্বিতীয় দিনশেষে

    ওয়েস্ট ইন্ডিজ ২১৫/৮ ( ব্রাথওয়েট ৬৬, সাউদি ২/৩৪)

    নিউজিল্যান্ড ৩৭৩ ( রাভাল ৮৪, গ্যাব্রিয়েল ৪/১১৯) 

     

    প্রথম দিনটা নিউজিল্যান্ডের হতে দেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বোলারদের রাজত্ব বজায় থাকল পরের দিনও। আজ কিউই বোলারদের দাপটে বড় লিডের স্বপ্ন দেখছে কেন উইলিয়ামসনের দল। হ্যামিল্টনে দ্বিতীয় দিনশেষে নিউজিল্যান্ডের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

     

     

     

    দিনের শুরুতেই শাই হোপের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন নেইল ওয়াগনার। কিছুক্ষণের মাঝে ফেরেন টম ব্লান্ডেলও। এরপর শেষ দুই কিউই ব্যাটসম্যান বেশ ভালোই ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। ট্রেন্ট বোল্ট- টিম সাউদি জুটি শেষ উইকেটে যোগ করেছে মূল্যবান ৫৯ রান। দুজনের মাঝে বেশি আগ্রাসী ছিলেন বোল্ট। ৫ চার ও ২ ছয়ে মাত্র ২৭ বলেই করেছেন ৩৭ রান। কিমার রোচের বল সাউদি ফিরলে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

     

    ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ক্যারিবিয়রা। রানের খাতা না খুলেই সাউদির বলে ফেরেন কিরান পাওয়েল। লাঞ্চ পর্যন্ত সময়টা দেখেশুনে পার করে দেন ক্রেইগ ব্রাথওয়েট ও শিমরন হেটমেয়ার। বিরতির কিছুক্ষণ পরেই দুর্দান্ত এক ‘কট অ্যান্ড বোল্ডে’ হেটমেয়ারকে ফেরান বোল্ট। শাই হোপ, রস্টন চেজও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর বোল্টের বলে টানা দ্বিতীয় টেস্টে হিট উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সুনীল আমব্রিস।

     

    সতীর্থদের এই যাওয়া আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু ব্রাথওয়েট। বোল্ট, সাউদিদের দারুণভাবে সামলে তুলে নিয়েছেন ফিফটি, সামলেছেন বিপর্যয়। তবে ৬৬ রানে তাঁকে ফেরান ‘উড়ন্ত’ সাউদি। কলিন গ্র্যান্ডহোমের বলে মিড অফের ওপর দিয়ে মারতে গেলে দারুণভাবে ক্যাচ লুফে নেন সাউদি। ১৩৫ রানেই ৬ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

     

     

     

    শন ডওরিচ ও রেমন রেইফার মিলে গড়ে তোলেন প্রতিরোধ। খুব বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি ডওরিচ, ১০ ওভারে দুজনের জুটি ৩৪ রান ছুঁলে ওয়াগনারের বলে ফেরেন তিনি। দলের লেজকে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন রেইফার,  ৮২ বল খেলে ২২ রানে অপরাজিত আছেন।