'দর্শক পিটিয়ে' বিসিবির তদন্তের মুখে সাব্বির
এবার নতুন করে বিপাকে পড়তে যাচ্ছেন সাব্বির রহমান। জাতীয় লিগে এক দর্শককে পেটানোর ‘অভিযোগ’ পাওয়া গেছে তার নামে। প্রথম আলো ও মানবজমিনের খবর অনুযায়ী, ২১ ডিসেম্বর রাজশাহীতে স্বাগতিকদের সঙ্গে ঢাকা মেট্রোর ম্যাচে ঘটে এ ঘটনা।
কোনো এক দর্শকের ‘মন্তব্যের’ প্রেক্ষিতে সাব্বির এ ঘটনা ঘটান এবং সেটা ম্যাচ চলার সময়েই। পরে ম্যাচ রেফারির সামনে হাজির হয়ে সেখানেও অসদাচরণ করেন বাংলাদেশ জাতীয় দলের এ ব্যাটসম্যান। ম্যাচ রেফারির রিপোর্ট ক্রিকেট অপারেশনস কমিটি পাঠিয়েছে ডিসিপ্লিনারি কমিটির কাছে। পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারাই।
শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য এখন জাতীয় দলের ক্যাম্পে আছেন সাব্বির, আজ অনুশীলনেও এসেছিলেন। তবে কথা বলতে রাজি হননি সংবাদমাধ্যমের সঙ্গে।
গত বছর আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতে আম্পায়ার শরাফুদ্দৌলার সঙ্গে অসদাচরণের দায়ে আইসিসির ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাব্বির রহমান। পরে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে জস বাটলারের আউটের পরও ডিমেরিট পয়েন্ট পেয়ে তার মোট পয়েন্ট এখন ৩।
এবারের বিপিএলেও আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুণেছিলেন তিনি।