• কোপা দেল রে
  • " />

     

    আবারও কোপা ডেল রের ফাইনালে বার্সা

    আবারও কোপা ডেল রের ফাইনালে বার্সা    

    কোপা ডেল রে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠ এস্তাদিও মেস্তায়ায় ২-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল বার্সেলোনা। গত সপ্তাহে ক্যাম্প ন্যুতে লুইস সুয়ারেজের একমাত্র গোলে প্রথম লেগ জিতেছিল এর্নেস্তো ভালভার্দের দল। আজ নিজে গোল না পেলেও বার্সার দুই গোলেরই উৎস ছিলেন এই উরুগুইয়ান তারকা স্ট্রাইকার। এই ম্যাচ দিয়েই বার্সার বিখ্যাত লাল-মেরুন জার্সিতে নিজের গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনিয়ো। অন্য গোলটি করেছেন ইভান রাকিটিচ। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ২১ এপ্রিলের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সা।

     

    প্রথম লেগ জিতলেও ভ্যালেন্সিয়ার মাঠে দ্বিতীয় লেগটা যে একেবারেই সহজ হবে না- এমনটা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছিলেন ভালভার্দে। ভ্যালেন্সিয়ার আক্রমণাত্মক ফুটবলের কথা মাথায় রেখেই হয়তবা কুতিনিয়ো বা পলিনিয়োর বদলে আন্দ্রে গোমেজকে মূল একাদশে রেখেছিলেন এই স্প্যানিশ কোচ। বার্সাকে প্রথমার্ধে রীতিমত কাঁপিয়ে দিয়েছিল ভ্যালেন্সিয়া। ১৪ মিনিটে ভ্যালেন্সিয়া লেফটব্যাক হোসে লুইস গায়ার ক্রস থেকে রদ্রিগো মরেনোর হেড ক্রসবারে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যায় কাতালানরা। ২৭ মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড লুচিয়ানো ভিয়েত্তোর শট দারুণভাবে রুখে দিয়ে দলকে সমতায় রাখেন বার্সার ডাচ গোলরক্ষক জাস্পার সিলিসেন। তবে গোমেজকে নামানোর সিদ্ধান্তটা খুব একটা ফলপ্রসূ হয়নি ভালভার্দের। এজন্যই প্রথমার্ধ শেষেই তাকে উঠিয়ে কুতিনিয়োকে নামিয়ে দেন এই স্প্যানিশ কোচ। সেজন্য প্রথমার্ধ শেষেই এই পর্তুগিজকে উঠিয়ে কুতিনিয়োকে নামিয়ে দেন ভালভার্দে।

     

     

    ফলাফলটাও আসে রীতিমত হাতেনাতেই। মাঠে নামার চার মিনিটের মধ্যেই বার্সাকে লিড এনে দেন কুতিনিয়ো। ৪৯ মিনিটে বাঁ-প্রান্ত থেকে গায়াকে কাটিয়ে ক্রস করেন সুয়ারেজ। শরীর বাঁকিয়ে দর্শনীয় এক হাফভলিতে বার্সার হয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়ে যান এই ব্রাজিলিয়ান। মজার ব্যাপার হল, ২০১৩ সালে লিভারপুলের হয়ে কুতিনিয়োর প্রথম গোলেরও উৎস ছিলেন সুয়ারেজই। কুতিনিয়োর গোলের পরপরই রীতিমত নিঃস্তব্ধ হয়ে পড়ে সমগ্র মেস্তায়া। এই গোলের পর কাজটা আরও কঠিন হয়ে যায় ভ্যালেন্সিয়ার জন্য। ফাইনালে যেতে হলে বাকি ৪০ মিনিটে ৩ গোল করতে হত 'লস চে'দের।

     

    ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত বার্সা। প্রতি আক্রমণে সুয়ারেজের পাস থেকে লিওনেল মেসির শট দারুণভাবে রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক হাউমে ডমেনেখ। ফিরতি বলে জর্দি আলবার শট সাবেক বার্সা ফুলব্যাক মার্টিন মন্টোয়ার হাতে লাগলেও পেনাল্টির বাঁশি দেননি রেফারি। বিতর্কিত সিদ্ধান্তের পরই সমতায় ফিরতে পারত ভ্যালেন্সিয়া। কিন্তু ভ্যালেন্সিয়া এবং সমতাসূচক গোলের মাঝে বাঁধা হয়ে দাঁড়ান সিলিসেন। ৭৪ মিনিটে গায়ার শট অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দিয়ে বার্সার লিড অক্ষত রাখেন এই ডাচ গোলরক্ষক। এরপর আর গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি ভ্যালেন্সিয়া। উলটো ম্যাচের ৮২ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাকিটিচ। গ্যাব্রিয়েল পলিস্তাকে কাটিয়ে তার উদ্দেশ্যে পাস বাড়ান সুয়ারেজ। ডানপায়ের প্লেসিং শটে ডমেনেখকে পরাস্ত করেন রাকিটিচ। এর মিনিট দুয়েক পর ইনজুরিতে পড়ায় জেরার্ড পিকের বদলি হিসেবে প্রথম কলম্বিয়ান হিসেবে বার্সার জার্সি গায়ে মাঠে নামেন সেন্টার ব্যাক ইয়েরি মিনা।

     

    চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে (৩৯) টপকে কোপা ডেল রে ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দল এখন বার্সাই (৪০)।