• পাকিস্তান সুপার লিগ ২০১৮
  • " />

     

    সুপার ওভারে লাহোরকে জেতাতে পারলেন না মুস্তাফিজ

    সুপার ওভারে লাহোরকে জেতাতে পারলেন না মুস্তাফিজ    

    স্কোর

    ইসলামাবাদ ইউনাইটেড  ২০ ওভারে ১২১/৯ ( ডুমিনি ৩৪, তালাত ৩৩, মুস্তাফিজ ১/ ৩৯)

    লাহোর কালান্দাকার্স ১৯.৪ ওভারে ১২১ ( সালমান ৪৮, প্যাটেল ৩/১৭)

    ফল- ইসলামাবাদ ইউনাইটেড সুপার ওভারে জয়ী

     

    সুপার ওভারে তার হাতেই বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। মুস্তাফিজুর রহমানের হাতে পুঁজি ছিল ১৫ রান। তবে আন্দ্রে রাসেল ঝড়ে আবারও খালি হাতেই ফিরল মুস্তাফিজের দল। সুপার ওভারে ইসলামাবাদ ইউনাইটেডের হারে হেরে টানা চতুর্থ হারের মুখ দেখল লাহোর কালান্দার্স।

     

    ‘টাই’ হওয়ার পর সুপার ওভারেই নিষ্পত্তি করতে হয়ে ম্যাচ। সুপার ওভারে মুস্তাফিজের প্রথম বলে এক রান নেন রাসেল। পরের বলেই ছয় মেরে ম্যাচ জমিয়ে তোলেন আসিফ আলি। পরের দুই বলে ওঠে ২ রান। শেষ দুই বলে দরকার ছিল ৭ রান। পঞ্চম বলে মুস্তাফিজের বাউন্সারে রাসেল সজোরে ব্যাট চালালে বল উইকেটরক্ষকের মাথার ওপর হয় চার।

     

     

     

    শেষ বলে দরকার ৩। প্রায় সব ফিল্ডারই তখন বাউন্ডারি লাইনে। খানিকটা খাটো লেন্থের বল করলেন ফিজ। ব্যাকফুটে এসে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শ্বাসরুদ্ধকর জয় এনে দিলেন রাসেল। একদিকে ইসলামাবাদের উল্লাস, আরেকদিকে লাহোরের রাজ্যের হতাশা। 

     

    ম্যাচের শুরুতে লাহোর বোলিং পেলে ষষ্ঠ ওভারের মাথায় বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারে দেন ৬ রান। ২য় ওভারে দিয়েছেন ১২, তৃতীয় ওভারে ১১। ইনিংসে সে ওভারে বল করতে এসে পঞ্চম বলে শাদাব খানের উইকেট পান। শেষ বলেও পেতে পারতেন আরেকটি উইকেট, হুসাইন তালাতের ক্যাচ মিস করেন ইয়াসির শাহ। ৪ ওভারে ৩৯ রান দেন মুস্তাফিজ। লাহোরকে ১২২ রানের টার্গেট দেয় ইসলামাবাদ।

     

    লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাককালাম ও আগা সালমান ছাড়া দুই অংক ছুঁতে পারেননি লাহোরের কেউই। শেষ ওভারে দরকার ছিল ৭, হাতে ২ উইকেট। তৃতীয় বলে সালমান ইরশাদের ছয়ে জয়ের অনেকটাই কাছে ছলে গিয়েছিল লাহোর। পরের বলেই সালমান ফিরলে ম্যাচ যায় সুপার ওভারে।