• পাকিস্তান সুপার লিগ ২০১৮
  • " />

     

    ফাইনালে খেলবেন না তামিম?

    ফাইনালে খেলবেন না তামিম?    

    ইনজুরির কারণে খেলতে পারেননি দ্বিতীয় এলিমিনেটর। পেশোয়ার জালমির হয়ে প্রথম এলিমিনেটর খেলার পর চিকিৎসার জন্য গিয়েছেন থাইল্যান্ডে তামিম ইকবাল। এলিমিনেটর করাচী কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার। তবে আগামীকাল ইসলামাবাদ ইইউনাইটেডের বিপক্ষে ফাইনালেও খেলার সম্ভাবনা নেই তামিমের।  

    হাঁটুর ইনজুরির কারণে পাকিস্তান থেকে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন। পেশোয়ারের পক্ষ থেকে জানানো হয়েছিল, করাচীর বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটর না খেললেও ফাইনালে ফিরবেন তামিম। তামিমের ফেরাটা অবশ্য এত দ্রুত সম্ভব হচ্ছে না। হাঁটুর ওই ব্যথার কারণে নিদাহাস ট্রফির ফাইনালের মত পিএসএলের ম্যাচেও ফিল্ডিং করতে পারেননি তামিম। তাই ঝুঁকি নিয়ে মাঠে না ফেরার সম্ভাবনাই বেশি। 

    ২৫ মার্চ পাকিস্তানে ফাইনাল খেলতে না গিয়ে থাইল্যান্ড থেকে সরাসরি দেশেও ফিরতে পারেন তামিম।