• পাকিস্তান সুপার লিগ ২০১৮
  • " />

     

    ক্রিকেটে ফিরছেন রাজ্জাক

    ক্রিকেটে ফিরছেন রাজ্জাক    

    শেষবার পাকিস্তানের জার্সি গায়ে তাকে দেখা গিয়েছিল ৫ বছর আগে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টি-টোয়েন্টিই ছিল আব্দুল রাজ্জাকের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ সময় পর সবাইকে অবাক করে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এই পাকিস্তান অলরাউন্ডার।

     

     

    ২০১৫ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও মাঠে আর দেখা যায়নি রাজ্জাককে। পিএসএলের কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসেবে গত দুই মৌসুম ধরে কাজ করছেন।

    তবে এবার কোচ হিসেবে নয়, ক্রিকেটার হিসেবেই পিএসএল খেলতে চান রাজ্জাক। পরের মৌসুমে পিএসএলে সুযোগ পেতে তাই এখন থেকেই প্রস্তুতি নিতে চান, ‘আসলে মোহাম্মদ ওয়াসিমই আমাকে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছে। এই বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছি পিটিভির পক্ষ থেকে। আমি জানি জাতীয় দলের হয়ে আর খেলতে পারত না, এটা আমার লক্ষ্যও না। তরুণরা পাকিস্তানকে এগিয়ে নিচ্ছে। আমি শুধু ২-৩ বছরের জন্য পিএসএলে খেলতে চাই।’

    বয়স ৩৮ ছুঁইছুঁই। ক্রিকেটে ফিরতে হলে ফিটনেসের দিকেই বেশি নজর দিতে হবে বলে জানালেন রাজ্জাক, ‘এখন আমার একটাই দুশ্চিন্তা, সেটা হচ্ছে ফিটনেস। এই ক্ষেত্রে মিসবাহকে সামনে রেখে এগোতে পারি। সে যদি ৪০ বছর বয়সে খেলতে পারে তাহলে আমি কেনও পারব না? সামনেই চারদিনের ম্যাচ খেলব করাচীতে। সেখান থেকে পিএসএলের প্রস্তুতি নেব।’