সুযোগ পেলেও আইপিএলে খেলবেন না আফ্রিদি
কাশ্মীর নিয়ে মন্তব্য করায় শচীন-কোহলিসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের তোপের মুখে পড়েছিলেন। শহীদ আফ্রিদি অবশ্য এসব মন্তব্যকে তোয়াক্কা না করে বলছেন, নিজের অবস্থান পরিবর্তন করবেন না, ভবিষ্যতে আইপিএলে ডাক পেলেও খেলবেন না।
আফ্রিদি বলছেন, আইপিএল নয়, পিএসএলই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘আমার টুইট নিয়ে কে কী বলল তাতে একদমই মাথা ঘামাচ্ছি না। আমি সত্যি বলেছি, সত্য বলার অধিকার আমার আছে। অনেকেই বলছেন, এরকম মন্তব্যে আইপিএল খেলা নিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে। আমি তাদের বলতে চাই, যদি আমাকে সেখানে ডাকাও হয় তাও আমি খেলতে যাবো না!’
খুব শীঘ্রই পিএসএল আইপিএলকে ছাড়িয়ে যাবে বলেও ধারণা আফ্রিদির, ‘আমার পিএসএলই সবচেয়ে বড় লিগ, আইপিএলকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র! এখানে খেলে আমি যে আনন্দ পাই সেটা অন্য কোথাও খেলে পাওয়া সম্ভব নয়। আইপিএলে আমার আগ্রহ আগেও ছিল না, সামনেও হবে না। তাই আইপিএল নিয়ে একদম ভাবছি না।
আইপিএলের উদ্বোধনী আসরে ডেকার চার্জার্সের হয়ে খেলেছিলেন আফ্রিদি। এরপর পাকিস্তানের ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করে আইপিএল কর্তৃপক্ষ।