শেষ ওভারে মুম্বাইকে বাঁচাতে পারলেন না মুস্তাফিজ
মুম্বাই ১৬৫/৪, ২০ ওভার
চেন্নাই ১৬৯/৯, ১৯.৫ ওভার
চেন্নাই ১ উইকেটে জয়ী
শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান, বাকি এক উইকেট। প্রথম তিন বলই মুস্তাফিজুর রহমান দিলেন ডট। চতুর্থ ডেলিভারিটা করলেন লেংথ বল, স্কুপ করে ফাইন লেগের ওপর দিয়ে ছয় মারলেন কেদার যাদব। পরের বলে চার মেরে জিতিয়েই দিলেন আইপিএলে প্রত্যাবর্তন করা চেন্নাইকে। অবশ্য আগের দুই ওভারে মিচেল ম্যাকলেনাহান ও জাসপ্রিত বুমরাহর ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন ডোয়াইন ব্রাভো, এই দুই ওভারে নিয়েছেন ৪০ রান। মুস্তাফিজ শেষ পর্যন্ত পারেননি, ব্রাভোর অসমাপ্ত কাজটা যাদব শেষ করে হতাশায় ভাসিয়েছেন আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে।
১৬৬ রানের লক্ষ্য, ১১৮ রানেই ৮ উইকেট হারিয়েছিল চেন্নাই। প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে রবীন্দ্র জাদেজার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, এ নিয়ে আইপিএলে ১৩ বল খেলে ১৩ রান করে তিনবার মুস্তাফিজের শিকার বনলেন জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটেও মুস্তাফিজ জাদেজাকে আউট করেছেন আরও তিনবার।
তবে সেসব এরপর ছাপিয়ে গেছেন ব্রাভো। ৩ ওভারে ৪৭ রান প্রয়োজন ছিল, ম্যাকলেহানের করা ১৮তম ওভারের প্রথম বলে ইমরান তাহির সিঙ্গেল নিয়ে দেওয়ার পর ব্রাভো নিলেন আরও ১৯ রান। বুমরাহর ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে নিলেন আরও ২০ রান! শেষ পর্যন্ত চেন্নাইকে উল্লাসে ভাসালেন চোট পাওয়া যাদবই। ব্রাভো ঝড়ের আগ পর্যন্ত নায়ক ছিলেন আইপিএল অভিষেক হওয়া মায়াংক মারকান্দে, লেগস্পিনে ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট, সঙ্গে ছিলেন ২৪ রানে ৩ উইকেট নেওয়া হারদিক পান্ডিয়া।
এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি, মুম্বাই অধিনায়ক রোহিত শর্মারও ইচ্ছা ছিল তেমনই। ৭ রানেই ওপেনিং সঙ্গী এভিন লুইসকে হারানোর পর নিজেও ১৫ রান করে ফিরেছেন রোহিত। ইশান কিষান ও সুরায়াকুমার যাদবের ২৯ বলের দুইটি ইনিংসে এরপর লাফ দিয়েছে মুম্বাই। শেন ওয়াটসনের বলে ক্যাচ দেওয়ার আগে যাদব করেছেন ৪৩, আর ৪০ রানে তাহিরের বলে ক্যাচ দিয়েছেন কিষান।
মুম্বাইয়ের ইনিংস এরপর পান্ডিয়াময়। হারদিক ও ক্রুনাল- দুই ভাই মিলে ৩২ বলে যোগ করেছেন ৫২ রান। বিধ্বংসী ছিলেন আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রুনাল, ২২ বলে তিনি করেছেন অপরাজিত ৪২। আর হারদিক অপরাজিত ছিলেন ২০ বলে ২২ রানে।