আইপিএল রেকর্ড ভাঙলেন রাহুল
০, ২, ০, ৬, ৪, ৪, ৬, ৪, ১, ৪, ৬, ৬, ৪, ৪- লোকেশ রাহুলের ১৪ বলের খেরোখাতা। পাঞ্জাবের ব্যাটসম্যান ভাঙলেন আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড। দিল্লীর সঙ্গে রাহুল শেষ পর্যন্ত আউট হয়েছেন ওই ৫১ রানেই, ১৬ বল খেলে। আইপিএলে এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের, ২০১৪ সালে কলকাতার ব্যাটসম্যান ফিফটি ছুঁয়েছিলেন ১৫ বলে, হায়দরাবাদের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি
১২ বল- যুবরাজ সিং, ভারত-ইংল্যান্ড, ২০০৭
ক্রিস গেইল, মেলবোর্ন-অ্যাডিলেড, ২০১৬
১৩ বল- মার্কাস ট্রেসকোথিক, সমারসেট-হ্যাম্পশায়ার, ২০১০
১৪ বল- ইমরান নাজির, শিয়ালকোট-লাহোর, ২০০৫
জেরার্ড ব্রোফি, ইয়র্কশায়ার-ডার্বিশায়ার, ২০০৬
কাইরান নোমা-বারনেট, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-ওটাগো, ২০১০
কাইরন পোলার্ড, টিএন্ডটি-লিওয়ার্ড আইল্যান্ডস, ২০১২
কলিন মানরো, নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা, ২০১৬
ফারহান বেহারদিয়েন, টাইটানস-ওয়ারিয়র্স, ২০১৬
লোকেশ রাহুল, পাঞ্জাব-ডেয়ারডেভিলস, ২০১৮
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি রাহুলেরই পাঞ্জাব সতীর্থ যুবরাজ সিংয়ের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ডারবানে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছয়ের দিনে যুবরাজ ফিফটি ছুঁয়েছিলেন মাত্র ১২ বলে। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১২ বলে ফিফটি আছে মেলবোর্ন রেনেগ্রেডসের ক্রিস গেইলের। ২০১৬ সালে বিগ ব্যাশে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি অ্যাডিলেডের বিপক্ষে।
তালিকায় এরপর আছেন সমারসেট ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক। ২০১০ সালে টন্টনে হ্যাম্পশায়ারের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন এই বাঁহাতি। ১৪ বলে ফিফটির তালিকায় রাহুলসহ আছেন সাতজন।