৯ হাজারী ক্লাবে ম্যাককালাম
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগে। বিশ্ব ক্রিকেটে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের’ অন্যতম ব্রেন্ডন ম্যাককালাম এবার ছুঁলেন আরেকটি মাইলফলক। গতকাল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমে টি-টোয়েন্টিতে ৯০০০ রান পূর্ণ করেছেন তিনি। ক্রিস গেইলের পর টি-টোয়েন্টিতে ৯ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান এখন ম্যাককালাম।
৯ হাজার রান পূর্ণ করতে দরকার ছিল মাত্র ৮ রান। কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ম্যাককালাম করেন ২৭ বলে ৪৩। টি-টোয়েন্টিতে ৩৩০ ম্যাচে ম্যাককালামের রান এখন ৯০৩৫।
১১,০৬৮ রান করে টি-টোয়েন্টিতে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ম্যাককালামের পড়ে তৃতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড, তার রান ৮০৪৮। এরপর আছেন পাকিস্তানের শোয়েব মালিক (৭৭৮২ রান), পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৭৬৬৮ রান)।
সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও রানের দিক দিয়ে শীর্ষেই আছেন ম্যাককালামে। অবসরের আগে তার করা ৭১ ম্যাচে ২১৪০ রানই এখন পর্যন্ত সর্বোচ্চ।