• আইপিএল ২০১৮
  • " />

     

    ডু প্লেসিদের দিকে জুতা ছুড়ে মারল দর্শক

    ডু প্লেসিদের দিকে জুতা ছুড়ে মারল দর্শক    

    রাজনৈতিক অস্থিরতার কারণে চেন্নাইয়ে ম্যাচ আয়োজন নিয়েই শঙ্কা ছিল। কঠোর নিরাপত্তার মাঝেই শেষ পর্যন্ত চলেছে আইপিএলের চেন্নাই-কলকাতা ম্যাচ। তবে ম্যাচের সময় কিছু দর্শক ঠিকই উত্তেজনা ছড়িয়েছে। চেন্নাইয়ের ক্রিকেটারদের দিকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছে তারা।

    ম্যাচের এক মুহূর্তে স্টেডিয়ামের ‘এফ আপার’ স্ট্যান্ডে থাকা কিছু দর্শক জুতা ছুড়ে মারে চেন্নাইয়ের ডাগআউটকে লক্ষ্য করে। জুতা গিয়ে পড়ে রবীন্দ্র জাদেজা, ফাফ ডু প্লেসি ও লুঙ্গি এনগিদির পাশে গিয়ে। সেই জুতা হাতে নিয়ে অবাক দৃষ্টিতেই ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন ডু প্লেসি!

    নিরাপত্তাকর্মীরা সাথে সাথেই সেখানে উপস্থিত হয়। জুতা ছুড়ে মারা দর্শকদের বের করে দেওয়া হয় স্টেডিয়াম থেকে।