• আইপিএল ২০১৮
  • " />

     

    এবারও একটুর জন্য পারলেন না মুস্তাফিজ

    এবারও একটুর জন্য পারলেন না মুস্তাফিজ    

    মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ মানেই যেন একটা চিত্রনাট্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শেষ ওভার করতে আসবেন মুস্তাফিজুর রহমান, কঠিন কাজটা সম্ভব করতে করতেও শেষ পর্যন্ত আর পারবেন না। আজও তাই হলো, শেষ ওভারে দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজ। টানা তিন ম্যাচ হারল মুম্বাই। ১৯৫ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসকে শেষ পর্যন্ত ৭ উইকেটে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে যতটা বড় দেখাচ্ছে ব্যবধান, জয় এসেছে ততটা কঠিন করেই।

    শেষ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ১১ রান, স্ট্রাইকে জেসন রয়। ৪৭ বলে ততক্ষণে করে ফেলেছেন ৮০ রান। মুস্তাফিজের আগের ওভার থেকে এসেছে মাত্র ৮ রান, কিন্তু রয় ক্রিজে থাকায় এগিয়ে দিল্লিই। প্রথম বলে মারলেন চার, পরের বলে ছয়। চার বলে মাত্র ১ রান দরকার। ম্যাচটা তখন প্রায় শেষই। কিন্তু নাটক শেষ নয়।

    এরপর পর পর তিন বল ব্যাটেই লাগাতে পারলেন না রয়।  তিনটাই কাটার দিলেন মুস্তাফিজ, পঞ্চম বলটা রিভিউও নিলেন। রয় অবশ্য আউট হলেন না। শেষ বলে লাগাতে পারলেন ব্যাট, কিন্তু সব ফিল্ডার বাউন্ডারির মধ্যে থাকায় এক্সট্রা কভারে ক্যাচ ধরার কেউ রইল না। জিতে গেল দিল্লি, পারলেন না মুস্তাফিজ।

    অথচ আজও বলতে গেলে মুম্বাইয়ের সেরা বোলার ছিলেন মুস্তাফিজই। চতুর্থ ওভারে বল হাতে পেলেন মুস্তাফিজ, প্রথম ওভারে দিলেন ৪ রান। এরপরের ওভারে পান্ডিয়ার ওভারে ঝড় চালালেন রয়-গম্ভীর। কিন্তু ষষ্ঠ ওভারে এসে প্রথম বলেই আঘাত মুস্তাফিজ, পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন গম্ভীর। ৫০ রানে দিল্লি হারাল প্রথম উইকেট।

    কিন্তু মুস্তাফিজদের উদযাপন করার সুযোগ এসেছে খুব কমই। রয় ও ঋশভ পান্ট এরপর ধীরে ধীরে ম্যাচ নিয়ে গেছেন নিজেদের কব্জায়। ম্যাচটা তখন দিল্লি মুঠোয় পুরে ফেলেছে, স্পিনারদের কেউই কিছু করতে পারছেন না, তখনই ক্রুনাল পান্ডিয়ার জোড়া আঘাত। নিজের পর পর দুই ওভারে ফিরিয়ে দিলেন পান্ট ও ম্যাক্সওয়েলকে। কিন্তু রয় একাই ততক্ষণে দাঁড়িয়ে গেছেন। শ্রেয়াস আইয়ারকে নিয়ে যখন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, ৫৩ বলে করেছেন ৯১ রান।