• আইপিএল ২০১৮
  • " />

     

    ইডেনের নববর্ষ পণ্ড করে দিলেন সাকিব

    ইডেনের নববর্ষ পণ্ড করে দিলেন সাকিব    

    সাত বছর এই ইডেন গার্ডেন তাঁর নিজের উঠোনের মতো ছিল। কলকাতা হয়ে গিয়েছিল তাঁর দ্বিতীয় ঘর। এবার কলকাতা তাঁকে রাখল না, দল বদলে চলে এলেন সানরাইজার্স হায়দরাবাদে। এই কলকাতায় এর আগে কখনোই জয় পায়নি হায়দরাবাদ। নিয়তিই বটে, সেই জয়টা শেষ পর্যন্ত এলো সেই সাকিব আল হাসানের হাত ধরেই। বল-ব্যাটে উজ্জ্বল সাকিব আজ দলকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়, পণ্ড করে দিলেন ইডেনে নববর্ষের আগাম উদযাপন। টানা তিন জয়ে এখন ছুটছে হায়দরাবাদ।

    এই মাঠে নামলেই একসময় হর্ষধ্বনি পেতেন সাকিব। আজ সেরকম কিছু অবশ্য পেলেন না, তবে চৈত্র সংক্রান্তিতে ইডেনে মানুষ কম ছিল না।  সাকিব যখন প্রথম বল পেলেন পাওয়ারপ্লে পেরিয়ে গেছে। ক্রিজে আছেন বিপজ্জনক ক্রিস লিন, কলকাতা অবশ্য হারিয়ে ফেলেছে এক উইকেটে। প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেন সাকিব। এরপরেই বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা।

    বৃষ্টি থামল, কিন্তু সাকিবের বল হারাল না ছন্দ। পরের ওভারে দিলেন মাত্র চার রান, তবে এলো না উইকেট। সাকিবের তৃতীয় ওভারেই ঘটনার ঘনঘটা। দ্বিতীয় বলে স্টাম্পড হতে হতে বেঁচে গেলেন নারাইন, পরের বলে হলো চার। তবে সাকিবই হাসলেন শেষ হাসি। আর্মারে বোকা বনে নারাইন ক্যাচ তুলে দিলেন উইলিয়ামসনের হাতে। ওই ওভারটা অবশ্য একটু খরুচে হলো, এলো ১১ রান।

    তবে নিজের সেরাটা পরের ওভারের জন্য জমিয়ে রেখেছিলেন সাকিব। লিন তখন দাঁড়িয়ে গেছেন, ফিফটি থেকে মাত্র ১ রান দূরে। দ্বিতীয় বলেই ব্যাটে-বলে হলো না, বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন সাকিব। সেই ওভারে দিলেন মাত্র ৩ রান, ৪ ওভারে ২১ রান দিয়ে পেলেন ২ উইকেট। তিন উইকেট পেয়েছেন ভুবনেশ্বর, দুই উইকেট স্টেনলেইক। তবে সাকিব ওই সময় লিনকে আউট না করলে কলকাতার রান  ১৩৮ এর চেয়ে বেশ কিছুটা বেশি হতে পারত।

    সাকিব যখন ব্যাটিংয়ে নামলেন, তখনো স্বস্তিতে নেই সানরাইজার্স। ৫৩ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট, ক্রিজে উইলিয়ামসন। শুরুতে একটু সতর্ক সাকিব, আড়ষ্টতা কাটালেন আন্দ্রে রাসেলের ওভারে। পর পর দুই চার ও ছয়ে এক ওভারে ১৪ রান নিয়ে হায়দরাবাদকে নিয়ে গেলেন জয়ের আরও কাছে। এরপর আর বাউন্ডারি পাননি সাকিব, তবে সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন। কিন্তু পীযুশ চাওলার বলে বোল্ড হয়ে গেলেন ২১ বলে ২৭ রান করে, তখন ৪ ওভারে মাত্র ২৫ রান দরকার হায়দরাবাদের। উইলিয়ামসন ফিফটি করে আউট হয়ে গেলেও পাঠান ৭ বলে ১৭ রান করে জয় এনে দিয়েছেন।

    ম্যাচসেরার পুরস্কারটা তাঁর হাতে ওঠার কথা থাকলেও তা গেছে স্টেনলেকের কাছে। তবে সাকিব তা নিয়ে হয়তো মন খারাপ করবেন না খুব একটা!