অবশেষে থামলেন চেন্নাইয়ের রায়না
চেন্নাইয়ের হয়ে টানা ১৫৮ ম্যাচ খেলার পর অবশেষে থামলেন সুরেশ রায়না। ২০০৮ থেকে ২০১৮- চেন্নাই সুপার কিংসের হয়ে রায়না খেলেছেন দলের প্রতিটি ম্যাচেই। পায়ের চোট পেয়েছিলেন আগের ম্যাচেই, পাঞ্জাব ও রাজস্থানের সঙ্গে তাই খেলতে পারছেন না তিনি। এক দলের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রায়নারই। আইপিএলে দুই বছর নিষিদ্ধ ছিল চেন্নাই, সেই দুই মৌসুম খেলেছিলেন গুজরাটের হয়ে। সেখানে অবশ্য একটি ম্যাচ মিস করেছিলেন, দুই মৌসুমে গুজরাটের ৩০টি ম্যাচের মধ্যে খেলেছিলেন ২৯টি।
এক দলের হয়ে টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি
সুরেশ রায়না, চেন্নাই, ২০০৮-২০১৮, ১৫৮
বিরাট কোহলি, বেঙ্গালুরু, ২০০৮-২০১৬, ১৪৪
স্টিভেন ক্রফট, ল্যাঙ্কাশায়ার, ২০০৬-২০১৭, ১৪৩*
এমএস ধোনি, চেন্নাই, ২০১০-২০১৮, ১২৩*
ফিল মাস্টার্ড, ডারহাম, ২০০৮-২০১৬, ১১১
এক দলের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রায়নার পর আছেন বিরাট কোহলি, ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ১৪৪টি ম্যাচ। ১৪৩টি ম্যাচ খেলেছেন ল্যাঙ্কাশায়ার অলরাউন্ডার স্টিভেন ক্রফট। এবার টি-টোয়েন্টি ব্লাস্টে প্রথম ম্যাচ খেললে তিনি ছুঁয়ে ফেলবেন কোহলিকে। ক্রফটের পরে আছেন চেন্নাইয়ে রায়নার সতীর্থ মাহেন্দ্র সিং ধোনি, মাঝে দুই মৌসুম বাদে তিনি খেলছেন টানা ১২৩টি ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটি আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। ২০১০ সালে আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন টানা ৫৮ ম্যাচ। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলেছিলেন ৫৫টি, পাকিস্তানের সাঈদ আজমল ৫৪টি। এ তালিকায় আছেন রায়নাও। ভারতের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন টানা ৪৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।