• আইপিএল ২০১৮
  • " />

     

    আইপিএলের 'যাযাবর' ফিঞ্চ

    আইপিএলের 'যাযাবর' ফিঞ্চ    

    যাযাবর জাতি প্রতিনিয়তই নিজেদের স্থান বদলায়। আইপিএলে অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চের অবস্থা হয়েছে অনেকটাই সেরকমই। আট বছরের আইপিএলে ক্যারিয়ারে এই নিয়ে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে করেছেন নতুন এক ‘রেকর্ড’!

     

     

    ২০১০ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পান ফিঞ্চ। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। এরপর ২০১১ ও ২০১২ সালে দিল্লী ডেয়ারডেভিলসে, ২০১৩ সালে পুনে ওয়ারিওরসে, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। ২০১৫ সালে আবারও দল বদলাতে হয় তাকে, যোগ দেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০১৬ সালের আইপিএলে খেলেছেন গুজরাট লায়নসের হয়ে।

    এবারের আইপিএলে সপ্তমবারের মতো ফ্র্যাঞ্চাইজি বদলান ফিঞ্চ, এসেছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। জন্য প্রথম ম্যাচে না খেললেও পরে যোগ দিয়েছেন দলের সাথে। এতবার দল বদলানোর ‘রেকর্ডটা’ জানতে পেরে নিজেও মজা হিসেবেই নিয়েছেন, ‘একটু তো বিব্রত লাগছেই। ৭টা দলের হয়ে খেলেছি ১০ বছরেই! ৭ ফ্র্যাঞ্চাইজি তো কম না তাইনা?’