কিক অফের আগেঃ কোপায় বার্সার টানা চার?
গত কয়েক বছরে কোপা ডেল রেতে তাদের একছত্র আধিপত্য। টানা তিন বছর এই ট্রফি জেতা বার্সেলোনা এবারো দুর্দান্ত খেলে উঠেছে টুর্নামেন্টটির ফাইনালে। আজকের ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা কি পারবে মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পেতে? নাকি মেসি-সুয়ারেজদের হতাশায় ডুবিয়ে ৮ বছর পর কোপা ডেল রে জয়ের আনন্দে ভাসবে সেভিয়া?
বার্সার চ্যাম্পিয়নস লিগের ‘দুঃখ ভোলার’ ম্যাচঃ
লা লিগা শিরোপা অনেকটাই নিশ্চিত। মৌসুমের মাঝপথে গিয়ে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ছিল এরনেস্তো ভালভার্দের বার্সা। কিন্তু রোমার অবিশ্বাস্য সেই ফেরায় ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। ট্রেবল না জিতলেও ‘ডাবল’ জয়ে ভক্তদের হতাশা ঘোচাতে চান কাতালান কোচ।
সেভিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের মতো ভুল করতে চান না ভালভার্দে, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার কষ্টটা অনেক বেশি। সেই কষ্ট কিছুটা ভুলতে পারব যদি কোপা ডেল রে জেতে দল। কয়েক মৌসুম ধরেই আমরা এটা জিতে আসছি। তবে ফাইনাল ম্যাচ সবসময়ই কঠিন। চ্যাম্পিয়নস লিগেও তো আমরা ফেভারিট ছিলাম! কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে হেরে গেছি। এখানেও হয়ত আমরা ফেভারিট, কিন্তু ভালো খেলে জয় পেতে হবে।’
সেভিয়ার পক্ষে নেই ইতিহাসঃ
কোপা ডেল রের ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। তাদের ঝুলিতে আছে রেকর্ড ২৯ ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনালে একবারই মুখোমুখি হয়েছে বার্সা-সেভিয়া। ২০১৬ সালের সেই ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারায় কাতালানরা।
সব টুর্নামেন্ট মিলিয়ে ৭ টি ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। বার্সা জিতেছে ৬ টিতেই। ২০০৬ সালের সুপার কাপের ফাইনালে বার্সাকে ৩-০ গোলে হারানোর স্বাদ পেয়েছিল সেভিয়া।
আজকের ফাইনাল জিতলে টানা চার মৌসুমে চ্যাম্পিয়নস হবে বার্সা। ১৯৩০ থেকে ১৯৩৩ সালে অ্যাথলেটিক বিলবাওয়ের পর তারাই হবে টানা চার কোপা ডেল রে জেতা প্রথম দল।
সেভিয়ার ‘ভয়’ মেসিঃ
সব টুর্নামেন্ট মিলিয়ে সেভিয়ার বিপক্ষে ৩৩ ম্যাচে ৩০ গোল করেছেন মেসি। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই মেসির সর্বোচ্চ। আজকেও মেসি জ্বলে উঠলে সেটা সেভিয়ার জন্য ভয়ের কারণই বটে।
বার্সেলোনার হয়ে নিজের প্রথম ফাইনালে মাঠে নামবেন ফিলিপ কুতিনিয়োর। ইনজুরি কাটিয়ে তিন ম্যাচে পর ফিরছেন ইভান রাকিটিচও। সেল্টা ভিগোর বিপক্ষে বিশ্রামে থাকার পর একাদশে ফিরছেন মেসি, পিকে, উমতিতি ও আলবারা। ইনজুরি কাটিয়ে ফিরছেন সেভিয়ার সিমন জায়ের, তবে খেলতে পারবেন না সেবাস্তিয়ান করচিয়া।
বার্সেলোনার সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস। সেভিয়া কি আজ ভেস্তে দেবে মেসিদের ডাবল জয়ের স্বপ্নকে?