• আইপিএল ২০১৮
  • " />

     

    হায়দরাবাদের টানা দ্বিতীয় হারে বাড়ল সাকিবের অপেক্ষাও

    হায়দরাবাদের টানা দ্বিতীয় হারে বাড়ল সাকিবের অপেক্ষাও    

    চেন্নাই ১৮২/৩, ২০ ওভার 
    হায়দরাবাদ ১৭৮/৬, ২০ ওভার 
    ফল- চেন্নাই ৪ উইকেটে জয়ী 


    টানা তিন ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হারলো সাকিব আল হাসানের আইপিএল দল সানরাইজার্স হায়দরবাদ। চেন্নাইয়ের সঙ্গে ঘরের মাঠে ৪ রানে হেরেছে তারা, ম্যাচে চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। এই হারের সঙ্গে বেড়েছে সাকিবের ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবলেরও অপেক্ষা। ব্যাটিংয়ে ১৯ বলে ২৪ রান করার আগে ৪ ওভারে ৩২ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। তার বলে একটা রিভিউ নিয়েও সফল হয়নি হায়দরাবাদ, চেন্নাইকেও শেষ পর্যন্ত হারাতে পারেনি তারা। 

    চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের যেমন দুইটা অংশ, ম্যাচে সাকিবের পারফরম্যান্সও তাই। প্রথম ৯ ওভারে চেন্নাই তুলেছে ৪১ রান, সাকিব প্রথম দুই ওভারে দিয়েছেন ৯ রান, প্রথম তিন ওভারে দিয়েছেন ১৮ রান, শেষ ওভারেই দিয়েছেন ১৪ রান। চেন্নাই পরের ১১ ওভারে তুলেছে ১৪১ রান! এর মাঝে আম্বাতি রাইডুই করেছেন ৩৭ বলে ৭৯, রায়না অপরাজিত ছিলেন ৪৩ বলে ৫৪ রানে। 

    ব্যাটিংয়েও সাকিবের ইনিংসে দুইটি অংশ। ২৮ রানে ৩ উইকেট যাওয়ার পর নেমেছিলেন, প্রথম ১০ বলেই করলেন ১৮। পরের ৯ বলে করেছেন ৬। শেন ওয়াটসনের এক ওভারে চার-ছয়ের পর মেরেছেন আরেকটি বাউন্ডারি। কর্ন শর্মাকে সুইপ করতে গিয়েছিলেন জায়গা না বানিয়েই, ক্যাচ দিয়েছেন রোহিত শর্মাকে। 

    ১৮৩ রানের লক্ষ্যে হায়দরাবাদের শুরুটা হয়েছিল বাজে। এরপর সাকিব-কেন উইলিয়ামসনের ৪৯ রানের জুটি নতুন আশা জুগিয়েছিল, যা বেড়েছে ইউসুফ পাঠানের সঙ্গে উইলিয়ামসনের ৭৯ রানের জুটিতে। তবে দুইজনের কেউই শেষ করে আসতে পারেননি, ৫১ বলে ৮৪ রান করে ১৮তম ওভারে আউট হয়েছেন উইলিয়ামসন, পরের ওভারেই পাঠান ফিরেছেন ২৭ বলে ৪৫ রানে। 

    শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান, ডোয়াইন ব্রাভোর চতুর্থ বলে ছয়ের পর পঞ্চম বলে চার মারলেন রশীদ খান- তবে অসম্ভবটা আর সম্ভব করতে পারলেন না। শেষ বলে ৬ দরকার ছিল, রশীদ নিতে পেরেছেন ১। শেষ হাসি তাই ব্রাভোরই। 

    ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবলের একমাত্র কীর্তিও থাকলো তারই।