• আইপিএল ২০১৮
  • " />

     

    অবশেষে সাকিবের দারুণ 'ডাবল'

    অবশেষে সাকিবের দারুণ 'ডাবল'    

    টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪০০০ হাজার রানের দারুণ এক ডাবলের মালিক হলেন সাকিব আল হাসান। এর আগে এমন কীর্তি আছে শুধু ডোয়াইন ব্রাভোর। 

    কলকাতার সঙ্গে ম্যাচে ৪০০০ রান পূর্ণ হয়েছিল সাকিবের, ২৯৯ উইকেট নিয়েই পার করেছিলেন পাঞ্জাবের সঙ্গে ম্যাচটি। চেন্নাইয়ের সঙ্গেও থেকেছিলেন উইকেটশূন্যই। আজ মুম্বাইয়ের সঙ্গে রোহিত শর্মার উইকেট দিয়ে দারুণ এই ডাবল পূর্ণ করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

     

     

    এ পর্যন্ত ১৮টি দলের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন সাকিব, এটি তার ২৫৯তম ম্যাচ। এ ম্যাচের আগে উইকেটপ্রতি ২০.৫৪ রান খরচ করেছেন সাকিব, ইকোনমি রেট ৬.৭৮। 

    ৩০০ উইকেট নেওয়া মাত্র ৫ম বোলার সাকিব, এর আগে এই কীর্তি আছে ডোয়াইন ব্রাভো (৪১৬), লাসিথ মালিঙ্গা (৩৪৮), সুনীল নারাইন (৩২৫) ও শহীদ আফ্রিদির (৩০০)। 

    ৪০০০ রান অবশ্য সাকিবসহ আছে মোট ৬৮ জনের।